যশোরে ৯৪টি স্বর্ণের বারসহ আটক ৩

বণিক বার্তা প্রতিনিধি যশোর

যশোরের নতুনহাট এলাকায় প্রাইভেট কারে তল্লাশি করে ৯৪টি বারসহ তিনজনকে আটক করেছেন যশোর ৪৯ বিজিবি সদস্যরা। গতকাল দুপুরে এসব স্বর্ণ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বারের ওজন ১০ কেজি ৯৩৫ গ্রাম।

আটককৃতরা হলেন যশোরের শার্শা উপজেলার দুর্গাপুর গ্রামের আবদুল জব্বারের ছেলে মো. জাহিদুল ইসলাম (৩৮), একই উপজেলার আমলা গ্রামের আনারুল ইসলামের ছেলে মো. ইয়াকুব আলী (২৮) কুমিল্লা জেলার দাউদকান্দি থানার নলচক গ্রামের মনির হোসেনের ছেলে মো. দেলোয়ার হোসেন (২৩) যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. সেলিম রেজা জানান, চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে গতকাল বেলা ৩টার দিকে যশোর-বেনাপোল সড়কের নতুনহাট ইটভাটার সামনে একটি প্রাইভেট কারের গতিরোধ করে তল্লাশি করে বিজিবি। সময় ৯৪টি স্বর্ণের বারসহ ওই তিনজনকে আটক করা হয়। আটককৃতরা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন স্বর্ণের বারগুলো ঢাকার শ্যামলী থেকে ভারতে পাচারের উদ্দেশ্যে বেনাপোল নিয়ে যাচ্ছিলেন। উদ্ধার করা স্বর্ণের বাজারমূল্য কোটি ৬০ লাখ টাকা বলে জানিয়েছেন তিনি।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন