সেমিনারে বক্তারা

শুল্কারোপ ও মোকাবেলায় পিছিয়ে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

শুল্ক বাধা মোকাবেলা শুল্ক আরোপের সুযোগ কাজে লাগাতে পারে না বাংলাদেশ। গতকাল রাজধানীর গুলশানে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) কার্যালয়ের আনিস উদ দৌলা হলে আয়োজিত এক সেমিনারে অভিমত পোষণ করেন বক্তারা।

বাংলাদেশ ট্যারিফ কমিশন এমসিসিআইয়ের যৌথ উদ্যোগে আয়োজিত সেমিনারে কমিশনের সদস্য . মোস্তফা আবিদ খান কমিশনের যুগ্ম প্রধান রমা দেওয়ান বক্তব্য দেন। এমসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট আনিস খানের সভাপতিত্বে সেমিনারে সমাপনী বক্তব্য দেন এমসিসিআইয়ের মহাসচিব ফারুক আহাম্মাদ। এতে প্রধান অতিথি ছিলেন ট্যারিফ কমিশনের চেয়ারম্যান তপন কান্তি ঘোষ।

প্রধান অতিথির বক্তব্যে তপন কান্তি ঘোষ বলেন, বাংলাদেশ অ্যান্টি-ডাম্পিং, কাউন্টারভেইলিং সেইফগার্ড মেজার্সের আওতায় আইন বিধি থাকা সত্ত্বেও কোনো শিল্পপ্রতিষ্ঠান শুল্ক আরোপের জন্য আবেদন করে না। তাছাড়া বাংলাদেশের পণ্য অন্য কোনো দেশের এসব শুল্কের সম্মুখীন হলে কোনো কার্যকর ব্যবস্থা নিতে পারে না। শিল্পপ্রতিষ্ঠানকে এসব শুল্ক বিষয়ে সচেতন করার উদ্দেশ্যে সেমিনারটির আয়োজন করা হয়।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন