বন্দর সেবা উন্নীত করার আহ্বান ব্যবসায়ীদের

নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম ব্যুরো

বৈশ্বিক প্রতিযোগিতায় এগিয়ে যেতে চট্টগ্রাম বন্দরের সেবার মান প্রতিযোগী দেশগুলোর মতো উন্নীত করার তাগিদ দিয়েছেন বন্দর ব্যবহারকারী ব্যবসায়ী নেতারা। তাদের মতে, রফতানির লক্ষ্য পূরণে বন্দরকেন্দ্রিক খরচ সময় কমিয়ে আনতে হবে। অবকাঠামো সম্প্রসারণ করে আমদানি-রফতানি প্রক্রিয়া আরো সহজ করতে হবে।

সম্প্রতি বন্দর ভবনের সম্মেলন কক্ষে নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রফিকুল ইসলাম বীর উত্তমের সঙ্গে এক মতবিনিময় সভায় ব্যবসায়ীরা আহ্বান জানান। ব্যবহারকারীদের নানা সমস্যার কথা শুনে তা সমাধানের জন্য সুপারিশ করা হবে বলেও আশ্বস্ত করেন তিনি।

চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম বলেন, প্রতিবেশী দেশের পণ্য পরিবহনের বিষয়টি সামনে রেখে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক আট লেনে উন্নীত করার জন্য পদক্ষেপ নিতে হবে। দেশের অর্থনীতির গতি ঠিক রাখতে বে-টার্মিনালের কোনো বিকল্প নেই। এজন্য স্বল্প, মধ্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিশ্চিত করতে হবে। ২০২১ সালের মধ্যে যদি বে-টার্মিনালের অগ্রগতি দৃশ্যমান না হয়, তাহলে ৫০ বিলিয়ন ডলার রফতানি লক্ষ্য অর্জন সম্ভব হবে না।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন