ইয়েমেনের সামরিক ঘাঁটিতে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১১১

বণিক বার্তা ডেস্ক

ইয়েমেনের একটি সেনা প্রশিক্ষণ কেন্দ্রে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১১১-তে দাঁড়িয়েছে। গতকাল তথ্য নিশ্চিত করেছে ইয়েমেন সরকার। খবর বিবিসি।

মারিব প্রদেশের আল-এসতিকবাল সেনা প্রশিক্ষণ কেন্দ্রের একটি মসজিদে মাগরিবের নামাজের সময় ওই ক্ষেপণাস্ত্র হামলা হয়েছিল। সরকারের অভিযোগ, হুথি বিদ্রোহীরা হামলা চালিয়েছে। তবে এখনো হামলার দায়দায়িত্ব স্বীকার করেনি ইরান সমর্থিত হুথিরা।

ইয়েমেনে পাঁচ বছর আগে শুরু হওয়া গৃহযুদ্ধের সাম্প্রতিক ইতিহাসে এটি হচ্ছে সবচেয়ে প্রাণঘাতী হামলা।

প্রাথমিক খবরে বলা হয়েছিল, রাজধানী সানা থেকে ১৭০ কিলোমিটার পূর্বে সংগঠিত ওই হামলায় অন্তত ৮০ জন সেনা নিহত হয়েছে। কিন্তু রোববার রাতেই জানানো হয় গুরুতর আহত অনেক সেনার মৃত্যুতে তা অন্তত ১১১-তে দাঁড়িয়েছে।

সেনা স্বাস্থ্য সূত্রের বরাতে বার্তা সংস্থা এএফপি অবশ্য বলছে, হামলায় ১১৬ সেনা নিহত হয়েছে।

হুথি বিদ্রোহী সরকার অনুগত সেনাদের মধ্যে পাঁচ বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধে আনুমানিক এক লাখ ইয়েমেনি নিহত হয়েছে এবং বিশ্বের সবচেয়ে জঘন্য একটি মানবিক বিপর্যয়ের সৃষ্টি হয়েছে।

বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) বলছে, ইয়েমেনে কোটি ১০ লাখের বেশি মানুষ প্রতিদিন খাবারের অভাবে ধুঁকছে। এছাড়া লাখ ৪০ হাজারের মতো মানুষ দুর্ভিক্ষ পরিস্থিতিতে রয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন