সংস্কার বাস্তবায়নের সময়সীমা শেষে ফের উত্তাল ইরাক

বণিক বার্তা ডেস্ক

সংস্কার বাস্তবায়নে বেঁধে দেয়া সময় শেষ হওয়ার পর গতকাল ইরাকজুড়ে কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ কর্মসূচি পালন করেছে কয়েক হাজার মানুষ। সময় নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের সড়ক অবরোধে বাধা দিলে দেশজুড়ে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর এএফপি।

গত বছরের অক্টোবর থেকেই সংস্কারের দাবিতে উত্তাল হয়ে ওঠে ইরাক। তবে সাম্প্রতিক সময়ে আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির ফলে বিক্ষোভ গতি হারাতে পারে বলে ধারণা করা হচ্ছিল। গত সোমবার বিক্ষোভকারীরা দীর্ঘ প্রতীক্ষিত সংস্কার বাস্তবায়নে এক সপ্তাহ সময় বেঁধে দেয়।

ইরাকের বিদায়ী প্রধানমন্ত্রী আদেল আবদেল মাহদির পরিবর্তে একজন স্বাধীন প্রধানমন্ত্রী বেছে নিতে একটি নতুন নির্বাচনী আইনের আওতায় আগাম নির্বাচনের দাবি জানিয়েছে বিক্ষুব্ধ জনতা। একই সঙ্গে দুর্নীতিগ্রস্ত সরকারি কর্মকর্তাদের জবাবদিহিতারও দাবি জানিয়ে আসছে তারা।

সোমবার বেঁধে দেয়া সময়সীমা শেষ হওয়ার আগেই রোববার রাতে তরুণ বিক্ষোভকারীরা টায়ার জ্বালিয়ে ব্যারিকেড দিয়ে রাজধানী বাগদাদ দক্ষিণাঞ্চলের মহাসড়ক সেতুগুলো বন্ধ করতে শুরু করে। গতকাল সকালেও রাজধানীতে সড়ক অবরোধের সময় নিরাপত্তা বাহিনী তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। এদিকে বাগদাদের একটি বড় অংশ পুনরায় খুলে দেয়ার নয়জন সড়ক অবরোধকারীকে গ্রেফতারের কথা জানিয়েছে সামরিক বাহিনী।

গতকাল বাগদাদের তাহরির (স্বাধীনতা) স্কয়ারে কয়েক হাজার বিক্ষোভকারী সমবেত হয়ে সরকারবিরোধী স্লোগান দেয়। এছাড়া নিকটবর্তী তায়ারান স্কয়ারেও কয়েকশ মানুষ সমবেত হয়। সময় তাদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ বাধে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে নিরাপত্তা বাহিনীকে কাঁদানে গ্যাস নিক্ষেপ সরাসরি গুলি করতে দেখা গেছে। এতে প্রায় ২০ জন আহত হয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন