পুতিনের বিরুদ্ধে বড় বিক্ষোভের পরিকল্পনা বিরোধী দলের

বণিক বার্তা ডেস্ক

ফেব্রুয়ারির শেষের দিকে বড় বিক্ষোভের পরিকল্পনা করছে রাশিয়ার বিরোধী দল। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সংবিধান সংশোধন প্রস্তাবের বিরুদ্ধে বিক্ষোভের ঘোষণা দেন বিরোধীদলীয় রাজনীতিবিদ ইলা ইয়াসিন। খবর রয়টার্স।

গত সপ্তাহে রাজনৈতিক ব্যবস্থা ঢেলে সাজানোর রূপরেখা উপস্থাপন করেন রাশিয়ার প্রেসিডেন্ট। পদক্ষেপের ফলে পদত্যাগ করেন পুতিন সরকারের প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ। রাজনৈতিক সংস্কার প্রস্তাবটিকে ক্ষমতা দীর্ঘস্থায়ী করার ছল বলে মনে করেন বিশ্লেষকরা।

প্রস্তাব অনুযায়ী সংবিধান সংশোধন করা হলে রাষ্ট্রপতি পদের বাইরে ক্ষমতার নতুন নতুন পদ সৃষ্টি করা যাবে। ২০২৪ সালে মেয়াদ শেষের পর ভিন্নভাবে ক্ষমতা টিকিয়ে রাখার জন্য পুতিন প্রস্তাব হাজির করেছেন বলে মনে করেন বিরোধীরা।

২৯ ফেব্রুয়ারি মস্কোয় অনুষ্ঠেয় বিক্ষোভ সম্পর্কে ইয়াসিন বলেন, বর্তমান সরকারের বিরুদ্ধে আমাদের তীব্র প্রকৃত গণবিক্ষোভ খুব জরুরি হয়ে পড়েছে। আমাদের বিক্ষোভ সম্পূর্ণ রাজনৈতিক। ক্ষমতার পালাক্রম সৃষ্টি ক্ষমতার জবরদখলের বিরুদ্ধেই আমাদের বিক্ষোভ। অন্যদিকে পুতিনের সংবিধান সংশোধনের প্রস্তাবকে ক্ষমতা চিরস্থায়ী করার কৌশল বলেও অভিহিত করেন তিনি।

এদিকে ক্ষমতাসীন ক্রেমলিনের বিভিন্ন গ্রুপের বিরুদ্ধে ফেব্রুয়ারির বিক্ষোভে অ্যান্টি-করাপশন ফাউন্ডেশনের রাজনীতিবিদ আলেক্সি নাভালনিসহ আরো অনেক বিরোধীদলীয় নেতার সমর্থন রয়েছে বলে জানান ইয়াসিন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন