৯ বছরের সর্বোচ্চে নরওয়ের উত্তোলন

বণিক বার্তা ডেস্ক

বিদায়ী বছরের শেষভাগে এসে বড় আকারের জোহান সেভারড্রপ তেলকূপে উত্তোলন কার্যক্রম চালু করেছিল নরওয়ে। উদ্যোগ দেশটির অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলনকে চাঙ্গা করে তুলেছে। সর্বশেষ ডিসেম্বরে স্ক্যান্ডিনেভিয়ান দেশটিতে জ্বালানি পণ্যটির উত্তোলন বেড়ে নয় বছরের মধ্যে সর্বোচ্চে পৌঁছেছে। নরওয়েজিয়ান পেট্রোলিয়াম ডিরেক্টরেটের সাম্প্রতিক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। খবর দ্য ফিন্যান্সিয়াল ট্রিবিউন রয়টার্স।

স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন হয় নরওয়েতে। বিশেষত দেশটির সমুদ্র উপকূল মাঝসমুদ্রে অবস্থিত কূপগুলো থেকে জ্বালানি পণ্যটি বেশি উত্তোলন হয়। নরওয়ে সরকারের তথ্য অনুযায়ী, ২০১৯ সালের ডিসেম্বরে দেশটির কূপগুলো থেকে প্রতিদিন গড়ে ১৭ লাখ ৫৯ হাজার ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন হয়েছে, যা আগের মাসের তুলনায় দশমিক শতাংশ বেশি। শুধু আগের মাসের তুলনায় নয়, বরং ২০১৮ সালের একই সময়ের তুলনায় ডিসেম্বরে নরওয়েতে জ্বালানি পণ্যটির উত্তোলন বেড়েছে ১৭ শতাংশ। ২০১১ সালের জানুয়ারির পর এটাই নরওয়েতে অপরিশোধিত জ্বালানি তেলের সর্বোচ্চ মাসভিত্তিক উত্তোলনের রেকর্ড।

গত অক্টোবরে উত্তর সাগরে অবস্থিত জোহান সেভারড্রপ তেলকূপে উত্তোলন কার্যক্রম শুরু হয়। নরওয়েজিয়ান বহুজাতিক জ্বালানি উত্তোলনকারী প্রতিষ্ঠান ইকুইনরের তেলকূপ চালুর পর থেকে পূর্ণ উদ্যমে কাজ চালিয়ে যাচ্ছে। অক্টোবরেই ধারণা করা হচ্ছিল, তেলকূপের কল্যাণে বিদায়ী বছরে নরওয়ের অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন খাত চাঙ্গা থাকতে পারে। বিশ্লেষকদের ধারণা সত্য করে ডিসেম্বরে দেশটিতে জ্বালানি পণ্যটির উত্তোলন নয় বছরের সর্বোচ্চে উন্নীত হয়েছে। কূপটি চালুর আগে নরওয়েতে অপরিশোধিত জ্বালানি তেলের গড় উত্তোলন তিন দশকের মধ্যে সর্বনিম্ন অবস্থানে ছিল।

ইকুইনরের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, বর্তমানে জোহান সেভারড্রপ তেলকূপ থেকে প্রতিদিন গড়ে সাড়ে তিন লাখ ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন হচ্ছে। চলতি বছরের মাঝামাঝি সময়ে কূপ থেকে জ্বালানি পণ্যটির দৈনিক গড় উত্তোলন লাখ ৪০ হাজার ব্যারেলে উন্নীত হওয়ার সম্ভাবনা রয়েছে। ভবিষ্যতে তা আরো বেড়ে প্রতিদিন গড়ে লাখ ৬০ হাজার ব্যারেল হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে ইকুইনর। উত্তোলন প্রবৃদ্ধির গতি অব্যাহত থাকলে ২০২৩ সালের মধ্যে নরওয়ের অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন খাত বর্তমানের তুলনায় আরো চাঙ্গা হয়ে উঠতে পারে। তবে চলতি বছরের দ্বিতীয় ভাগ থেকে জ্বালানি তেল অনুসন্ধান উত্তোলনের বড় কোনো প্রকল্প হাতে নিচ্ছে না নরওয়ে সরকার।

এদিকে বিদায়ী বছরের ডিসেম্বরে নরওয়েতে প্রাকৃতিক গ্যাস উত্তোলন আগের মাসের তুলনায় দশমিক শতাংশ বেড়েছে বলে জানিয়েছে নরওয়েজিয়ান পেট্রোলিয়াম ডিরেক্টরেট। সময় দেশটির কূপগুলো থেকে জ্বালানি পণ্যটির সম্মিলিত উত্তোলন দাঁড়িয়েছে হাজার ৭০ কোটি ঘনমিটারে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন