টাচস্ক্রিন ল্যাপটপ আনতে পারে অ্যাপল

বণিক বার্তা ডেস্ক

ব্যবহারকারীদের চমক দিতে বেশ পারদর্শী মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। তাই বছরজুড়েই গুঞ্জন চলে, প্রতিষ্ঠানটির এবার নতুন কী আনছে। ধারণা করা হচ্ছে, চলতি বছর পর্দা অর্থাৎ স্ক্রিন নিয়ে নতুন কিছু ঘটাবে অ্যাপল। গুঞ্জনে ঘি ঢেলে দিয়েছে প্রতিষ্ঠানটির নতুন এক পেটেন্ট আবেদন। আবেদনে টাচস্ক্রিন ম্যাকবুকের ইঙ্গিত পাওয়া গেছে। খবর এনডিটিভি।

যুক্তরাষ্ট্রে দাখিলকৃত ২০০২০০০১৯৩৬৭ নম্বরের পেটেন্ট আবেদনের নাম দেয়া হয়েছেক্রস-ডিভাইস ইন্টারেকশনস এর বর্ণনায় স্পষ্টভাবে টাচস্ক্রিন ল্যাপটপের কথা বলা হয়েছে।

এতে বলা হয়, এর ডিসপ্লে হবে টাচ-সেনসিটিভ। নতুন টাচস্ক্রিন ডিসপ্লেটি বিভিন্ন ফিচার কমান্ড অনুসারে কাজ করতে সক্ষম হবে।

এর আগে অ্যাপলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ক্রেইগ ফেডেররাইট টাচস্ক্রিন ম্যাক না বানানোর কথা জানিয়েছিলেন। তার দাবি ছিল, অ্যাপল ধরনের ল্যাপটপ বানানোর বিরুদ্ধে। তার প্রতিষ্ঠান মনে করে, ম্যাক ব্যবহারের কার্যকারিতা হলো গ্রাহকের হাতে ডিভাইসটি আরামে থাকবে। ডিসপ্লের ওপর হাত দেয়া খুবই ক্লান্তিকর কাজ বলেও মনে করেন তিনি।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন