অস্ট্রেলিয়ান ওপেন শুরু

পনেরোর কাছে উনচল্লিশের হার!

পর্দা উঠল টেনিসে বছরের প্রথম গ্র্যান্ড স্লাম আসর অস্ট্রেলিয়ান ওপেনের। প্রথম দিন তারকাদের জয়জয়কার, হয়নি বড় কোনো অঘটন। এদিন আলোচনায় ছিল দুই আমেরিকান খেলোয়াড় কোকো গাফ ও ভেনাস উইলিয়ামসের লড়াই। সাতবারের গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন ৩৯ বছর বয়সী ভেনাসকে ৭-৬ (৭/৫), ৬-৩ গেমে হারিয়ে শুভসূচনা পেলেন ১৫ বছর বয়সী কোকো।

গত বছর উইম্বলডনে ভেনাসকে হারিয়ে চমক সৃষ্টি করেন টিনএজ কোকো। এবারের অস্ট্রেলিয়ান ওপেনের ড্র-ও দুজনকে প্রথম রাউন্ডে মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। এবারো জিতলেন কোকো। উইম্বলডন জয়টি যে মোটেও ‘ফ্লুক’ ছিল না, তা প্রমাণ করলেন টেনিসের আগামীর এ মহাতারকা।

জয় শেষে কোকোর অনুভুতি, ‘কাজটা সত্যিই কঠিন ছিল। সে (ভেনাস) অনেক ভালো খেলেছে এবং আমি বেশ স্নায়ুচাপে ভুগেছি। আসলে ড্রয়ের পর থেকেই আমার ভয় ছিল; কিন্তু এ বাধা উতরে যেতে পেরে আমি আনন্দিত। দারুণ লাগছে। এই কোর্ট ও এখানের দর্শক আমার ভীষণ ভালো লেগেছে।’

দ্বিতীয় রাউন্ডে কোকো খেলবেন বিশ্বের ৭৪ নম্বর র্যাংকধারী খেলোয়াড় সোরানা কিরস্টিয়ার বিপক্ষে।

অস্ট্রেলিয়ান ওপেনে নারী এককে প্রথম রাউন্ডে জিতেছেন সেরেনা উইলিয়ামস, নাওমি ওসাকা, পেত্রা কেভিতোভা, অ্যাশলেই বার্টি, ক্যারোলিন ওজনিয়াকির মতো তারকা। পুরুষ এককে শুভসূচনা পেয়েছেন রজার ফেদেরার, স্তেফানোস সিসিপাস, কেই নিশিকোরি, গ্রিগর দিমিত্রভ। বিবিসি   

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন