ছয় বছরে ২৮৩৮ পাকিস্তানিকে নাগরিকত্ব দিয়েছে ভারত—নির্মলা সীতারমণ

বণিক বার্তা ডেস্ক

সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে ভারতজুড়ে আন্দোলন চলছে। এর মধ্যেই গতকাল দেশটির অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ভারতে গত ছয় বছরে হাজার ৮৩৮ জন পাকিস্তানি শরণার্থীকে নাগরিকত্ব দেয়া হয়েছে বলে জানালেন। খবর টাইমস অব ইন্ডিয়া।

প্রোগ্রাম অন সিটিজেনশিপ (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট, ২০১৯শীর্ষক কর্মসূচিতে সীতারমণ বলেন, ছয় বছরে পাকিস্তানি বাদেও ৯১৪ জন আফগান শরণার্থী মুসলমানসহ ১৭২ জন বাংলাদেশী শরণার্থীকে ভারতীয় নাগরিকত্ব দেয়া হয়েছে। অর্থমন্ত্রী আরো জানান, ১৯৬৪ থেকে ২০০৮ সাল পর্যন্ত শ্রীলংকা থেকে আসা চার লাখের বেশি তামিল ভারতীয় নাগরিকত্ব পেয়েছে।

কর্মসূচিতে সীতারমণের দেয়া পরিসংখ্যান অনুসারে জানা যায়, ২০১৪ সাল পর্যন্ত পাকিস্তান, বাংলাদেশ আফগানিস্তানের ৫৬৬ জনের বেশি মুসলমানকে নাগরিকত্ব দেয়া হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের অধীনে ২০১৬-১৮ সাল পর্যন্ত প্রায় হাজার ৫৯৫ পাকিস্তানি অভিবাসনপ্রত্যাশী ৩৯১ জন আফগান মুসলমানকে নাগরিকত্ব প্রদান করার কথা জানিয়েছেন সীতারমণ।

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরের মাঝামাঝি সংশোধিত নাগরিকত্ব আইন, ২০১৯ পাস করে ভারত সরকার। ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতারা আইনটির মাধ্যমে ভারত ধর্মীয় কারণে নিপীড়িত মানুষের আশ্রয়স্থল হবে বলে জানিয়ে আসছেন। কিন্তু আইনটির মাধ্যমে ভারতকে ধর্মের ভিত্তিতে বিভক্ত করা হচ্ছে বলে অভিযোগ বিরোধীদের।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন