ফরিদপুরে অগ্নিকাণ্ডে মা-মেয়ের মৃত্যু

বণিক বার্তা প্রতিনিধি, ফরিদপুর

ফরিদপুর সদর উপজেলার চরমামুদপুরের একটি বাসাবাড়িতে অগ্নিকাণ্ডে তিনবছর বয়সী শিশুকন্যাসহ এক গৃহবধু মারা গেছেন। গতকাল শনিবার দিবাগত রাত ১১টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত আলেয়া বেগম ওই গ্রামের আজাদ শেখের স্ত্রী, তাদের শিশু কন্যা আমেনা (৩)।

কোতয়ালী থানার উপ-পরিদর্শক বেলাল হোসেন জানান, রাত ১০টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে মুহূর্তেই পুরো ঘরসহ আশেপাশের তিনটি ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফরিদপুর থেকে ফায়ার সার্ভিসকর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনার আগের ঘরের মধ্যে থাকা যাবতীয় আসবাবপত্র পুড়ে যায়।

এসময় আজাদ শেখের স্ত্রী আলেয়া ঘটনাস্থলেই মারা যায়। আর আলেয়ার শিশু কন্যা আমেনা (৩) গুরুতর আহত হলে তাকে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে সকালে মারা যায়।

ফরিদপুরের ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. প্রিন্স পাঠান জানান, একই দিনে জেলার চরভদ্রাসন উপজেলা বাজারে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। এ ঘটনায় ফরিদপুর ও সদরপুর থেকে ফায়ার সার্ভিস এসে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানাতে পারেনি ফায়ার সার্ভিসের কর্মীরা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন