বিশ্ব ইজতেমা

দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত আজ

বণিক বার্তা প্রতিনিধি গাজীপুর

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে ৫৫তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। ভারতের নিজামুদ্দিন মারকাজের মাওলানা জামশেদের আখেরি মোনাজাত পরিচালনার কথা রয়েছে। এদিকে শুক্রবার দিবাগত রাত থেকে গতকাল সকাল পর্যন্ত ইজতেমা ময়দানে আরো চার মুসল্লির মৃত্যু হয়েছে।

টঙ্গীর তুরাগ তীর বর্তমানে অগণিত মুসল্লির পদভারে মুখরিত হয়ে উঠেছে। গতকালও টঙ্গী অভিমুখী বাস, ট্রাক, ট্রেন, লঞ্চসহ বিভিন্ন যানবাহনে প্রচুর ভিড় দেখা গেছে। সকালের মধ্যেই টঙ্গীতে ইজতেমাস্থল ও এর আশপাশের এলাকা জনসমাগমে মুখরিত হয়ে ওঠে। আজকের আখেরি মোনাজাতের আগ পর্যন্ত এ জনসমাগম অব্যাহত থাকবে।

আখেরি মোনাজাত উপলক্ষে মুসল্লিদের সুবিধার্থে গতকাল মধ্যরাত থেকেই ওই এলাকায় যানবাহন চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করেছে পুলিশ। আজ সন্ধ্যা পর্যন্ত এ বিধিনিষেধ বলবৎ থাকবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন