রোহিঙ্গা গণহত্যার সমালোচনা সত্ত্বেও মিয়ানমারের পাশে চীন

বণিক বার্তা ডেস্ক

রোহিঙ্গা গণহত্যা নিয়ে তীব্র সমালোচনা থাকা সত্ত্বেও মিয়ানমারের অং সান সু চির প্রতি নিজের সমর্থন বাড়িয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। যার নজির হিসেবে গতকাল দেশটির সঙ্গে কয়েক ডজন অবকাঠামো ও বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছেন তিনি। পাশাপাশি রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে চালানো গণহত্যার তত্ত্বাবধানে থাকা মিয়ানমারের সামরিক প্রধানের সঙ্গেও সাক্ষাৎ করেছেন শি জিনপিং। খবর এএফপি।

মিয়ানমারে দুদিনের প্রথম রাষ্ট্রীয় সফরে শুক্রবার দেশটিতে পৌঁছেন শি জিনপিং। এমন একটি সময়ে এ সফরের আয়োজন করা হয়েছে, যখন রোহিঙ্গা গণহত্যা নিয়ে পশ্চিমা বিনিয়োগকারীরা মিয়ানমারবিমুখ রয়েছে। সফরের শেষ দিন ৩০টির বেশি চুক্তি স্বাক্ষর করেন শি জিনপিং।

উল্লেখ্য, ২০১৭ সালে রাখাইন রাজ্যে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের ওপর সামরিক অভিযানে নিপীড়ন, হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ আন্তর্জাতিক মহলে তীব্র সমালোচনার জন্ম দিয়েছে। এ ঘটনাকে জাতিসংঘজাতিগত নিধন হিসেবে উল্লেখ করেছে।

তবে বেইজিংকে ক্রমাগত বিচ্ছিন্ন হয়ে পড়া দেশটির পক্ষ নিতে দেখা যাচ্ছে। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থায় প্রকাশিত এক যৌথ বিবৃতিতে নিজেদের অবস্থান নিশ্চিত করেছে দেশটি।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন