ডিসেম্বরে ইইউর মূল্যস্ফীতি বেড়ে ১.৬%

বণিক বার্তা ডেস্ক

সদ্য শেষ হওয়া ২০১৯ সালের ডিসেম্বরে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ১ দশমিক ৬ শতাংশ, যা গত নভেম্বরে ছিল ১ দশমিক ৩ শতাংশ। শুক্রবার ইইউর পরিসংখ্যান কর্তৃপক্ষ এ তথ্য জানায়। খবর আনাদোলু।

এক সংবাদ বিবৃতিতে ইউরোস্ট্যাট জানায়, নভেম্বরের তুলনায় ইইউর দুটি সদস্য রাষ্ট্রে মূল্যস্ফীতি কমেছে। এছাড়া তিনটিতে স্থিতিশীল ছিল ও ২৩টিতে বেড়েছে।

সর্বনিম্ন বার্ষিক মূল্যস্ফীতি ছিল পর্তুগালে শূন্য দশমিক ৪ ও ইতালিতে শূন্য দশমিক ৫ শতাংশ। অন্যদিকে সর্বোচ্চ মূল্যস্ফীতি ছিল হাঙ্গেরি ৪ দশমিক ১, রোমানিয়া ৪, চেক প্রজাতন্ত্র ও স্লোভাকিয়ার ৩ দশমিক ২ শতাংশ।

ইউরোস্ট্যাট আরো বলছে, গত ডিসেম্বরে ইউরো অঞ্চলের মূল্যস্ফীতিতে সবচেয়ে বড় অবদান সেবা খাতের (+০.৮০ পিপি) তার পরই রয়েছে খাদ্য, অ্যালকোহল ও তামাক (+০.৩৮ পিপি), জ্বালানি বহির্ভূত শিল্প পণ্য (+০.১২ পিপি) এবং জ্বালানি (+০.০২ পিপি)

২০১৪ সালের পর মাস হিসাবে ইইউর সর্বনিম্ন বার্ষিক মূল্যস্ফীতি ছিল ২০১৫ সালের জানুয়ারিতে শূন্য দশমিক ৫ শতাংশ।  

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন