দাবানলে দগ্ধ অস্ট্রেলিয়ার কিছু এলাকায় এবার বন্যার আশঙ্কা

বণিক বার্তা অনলাইন

অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে বজ্রসহ ভারী বৃষ্টিপাত হয়েছে। এতে দাবানল থেকে আপাতত মুক্তি মিললেও ওইসব এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। জানা গেছে, দাবানল আক্রান্ত অন্যতম রাজ্য ভিক্টোরিয়া, নিউ সাউথ ওয়েলশ এবং কুইন্সল্যান্ডে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। কুইন্সল্যান্ডের প্রধান সড়কগুলোতে পানি উঠে যোগাযোগ বন্ধ হয়ে গেছে। ব্যাপক বজ্রপাত ও ভারী বৃষ্টির কারণে নিউ সাউথ ওয়েলশের কিছু এলাকায় বিদ্যুৎ সঞ্চালন সাময়িক বন্ধ রাখা হয়েছে। 

টানা ও ভারী বর্ষণ বন্যা পরিস্থিতি তৈরি করলেও অগ্নিনির্বাপণ দফতরের কর্মকর্তারা বলছেন, কিছু এলাকার দাবানল নিয়ন্ত্রণে এ বৃষ্টি ভূমিকা রাখছে। 

গত সেপ্টেম্বর থেকে প্রায় অস্ট্রেলিয়াজুড়ে ভয়াবহ দাবানলে এখন পর্যন্ত ২৮ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। হাজার হাজার বাড়িঘর ধ্বংস হয়েছে, লাখ লাখ একর বনভূমি পুড়ে গেছে। প্রায় ৫০ কোটি বন্যপ্রাণি বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

নিউ সাউথ ওয়েলশ কর্তৃপক্ষ জানিয়েছে, বিভিন্ন এলাকায় ভারী বর্ষণ ও বজ্রপাত হচ্ছে। সম্ভাব্য বন্যার সতর্কতাও জারি করেছে কর্তৃপক্ষ। ওই রাজ্যের দমকল কর্মীরা বলছেন, তারা বৃষ্টি ও ঠাণ্ডা আবহাওয়ার সুবিধা নেয়ার চেষ্টা করছেন। এখনো যেসব এলাকায় কমবেশি দাবানল আছে সেসব এলাকায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। আজ শনিবারও রাজ্যের প্রায় ৭৫টি এলাকায় আগুন জ্বলতে দেখা গেছে। যেখানে কয়েকদিন আগেও শতাধিক স্থানে আগুন ছিল।

রুরাল ফায়ার সার্ভিস টুইটারে জানিয়েছে, বেশ কয়েকটি স্থানে বৃষ্টি হচ্ছে। তবে দক্ষিণ উপকূলীয় এলাকা এবং সীমান্তে এখনো এক ফোঁটা বৃষ্টিরও দেখা মেলেনি।

গত কয়েক মাসের মধ্যে গতকাল সর্বাধিক বৃষ্টিপাত হয়েছে কুইন্সল্যান্ডে। প্রধান কয়েকটি সড়ক ডুবে গিয়ে চলাচল বন্ধ হয়ে গেছে। কয়েকটি বসতি এলাকাও প্লাবিত হয়েছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। শনিবার রাজ্যের আবহাওয়া দফতর জানিয়েছে, ভারী বর্ষণ বন্ধ হয়ে গেছে। তবে হালকা বৃষ্টি ও বজ্রপাত আছে। রোববার পর্যন্ত এ অবস্থা থাকতে পারে। 

কুইন্সল্যান্ডে ব্যাপক বজ্রপাত হচ্ছে। রাজ্যটির আবহাওয়া দফতর জানিয়েছে, ভারী বর্ষণের কারণে আরো তীব্র বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। 

অপরদিকে অস্ট্রেলিয়ার দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলে শনিবারও দাবানলে বন পুড়তে দেখা গেছে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ক্যাঙ্গারু আইল্যান্ডে এখনো বৃষ্টির দেখা মেলেনি। সূত্র: বিবিসি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন