বিমান ভূপাতিতের ঘটনায় সেনাবাহিনীর পক্ষে ইরানের খামেনি

বণিক বার্তা ডেস্ক

ভুল করে ইউক্রেনের যাত্রীবাহী বিমান ভূপাতিত করে ১৭৬ জন নিহতের ঘটনায় ইরানের সেনাবাহিনীর সমালোচনা না করে সমর্থন জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। শুক্রবার আট বছর পর জুমার নামাজে ইমামতি করার আগে খুতবায় এ সমর্থন জানান তিনি। খবর বিবিসি।

বিমান ভূপাতিতের ঘটনায় দেশ ও বিদেশে বড় ধরনের বিক্ষোভ ও সমালোচনার মুখে রয়েছে ইরান। তবে এ ঘটনার জন্য দায়ী ইরানের বিপ্লবী গার্ডস কোর (আইআরজিসি) দেশটির নিরাপত্তা সুরক্ষিত করেছে বলে দাবি করেছেন খামেনি।

২০১২ সালের পর জুমার নামাজে হাজির হয়ে খামেনি বলেন, লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার প্রতিশোধ হিসেবে আইআরজিসি যে ক্ষেপণাস্ত্র হামলা করেছে, তা যুক্তরাষ্ট্রের সম্মান-মর্যাদায় আঘাত করেছে। নিজেকে পরাশক্তি দাবি করে যুক্তরাষ্ট্র যে অহম প্রদর্শন করেছে, আইআরজিসির ক্ষেপণাস্ত্র সেখানে আঘাত হেনেছে।

ইরানের সর্বোচ্চ নেতা আরো বলেন, তারা এখন বলছে আমাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরো কঠোর করবে। কিন্তু এসবের মাধ্যমে তারা তাদের হারানো সম্মান ফিরে পাবে না। ভাষণে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের শত্রু উল্লেখ করে জাতীয় ঐক্যের আহ্বান জানান খামেনি। তিনি দাবি করেন, কাসেম সোলাইমানি হত্যা আড়াল করতে শত্রুরা বিমান ভূপাতিত করার ঘটনাকে ব্যবহার করছে।

খামেনি বলেন, বিমান বিধ্বস্তের ঘটনায় আমরা শোকাহত হলেও আমাদের শত্রুরা খুশি হয়েছে। কারণ ইরানের বিপ্লবী বাহিনী ও সেনাবাহিনীর বিরুদ্ধে কিছু একটা বলার মতো তারা পেয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন