তাইওয়ান প্রণালি অতিক্রম মার্কিন রণতরীর

বণিক বার্তা ডেস্ক

তাইওয়ানের প্রেসিডেন্ট নির্বাচনের এক সপ্তাহের কম সময়ের মধ্যেতাইওয়ান প্রণালি অতিক্রম করেছে মার্কিন নৌবাহিনীর রণতরী ইউএসএস শাইলহ। বিষয়টি নিশ্চিত করেছে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর রয়টার্স। 

মার্কিন তাইকনডেরোগা-ক্লাস গাইডেড মিসাইল ক্রুজারটি প্রণালিটির উত্তর দিকে চলে যায়। স্পর্শকাতর জলসীমাটি অতিক্রমকালে তাইওয়ানের সশস্ত্র বাহিনী রণতরীটির গতিবিধি নজরদারি করে। প্রণালিটিতে মার্কিন রণতরীর উপস্থিতি সাধারণ ঘটনা বলে জানিয়েছে তাইওয়ানের সামরিক কর্তৃপক্ষ। এছাড়া এ ঘটনায় দেশটির জনসাধারণের উদ্বিগ্ন হওয়ারও কিছু নেই বলে জানিয়েছে একই সূত্র। স্মরণীয়, গত সপ্তাহের নির্বাচনে সেই ইং-ওয়েন বিপুল ভোটে দেশটির প্রেসিডেন্ট পুনর্নির্বাচিত হন।

প্রসঙ্গত, তাইওয়ান চীনের সবচেয়ে স্পর্শকাতর অঞ্চল ও কূটনৈতিক বিষয়। ধারণা করা হয়, দেশটিকে কব্জায় আনতে বল প্রয়োগ করতে কসুর করবে না চীন। দেশটিকে চীন থেকে আলাদাকারী সরু প্রণালিটি বেইজিংয়ের অন্যতম মাথাব্যথার কারণ।

গত শনিবার তাইওয়ানের নির্বাচন চলাকালে প্রণালিটি দুবার ঘুরে আসে চীনের উড়োজাহাজবাহী রণতরী। বেইজিংয়ের এমন পদক্ষেপের তীব্র প্রতিবাদ জানিয়েছে তাইওয়ান। এটি দেশটির প্রতি হুমকি বলে মনে করে তাইপে।

এদিকে বিস্তারিত না জানালেও ইউএসএস শাইলহ তাইওয়ান প্রণালি অতিক্রম করার কথা জানিয়েছে মার্কিন নৌবাহিনী কর্তৃপক্ষ। প্রণালিটিতে গত দুই বছরে বেশ কয়েকবার ঝটিকা মিশনে দেখা গেছে মার্কিন নৌবাহিনীকে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন