সড়ক দুর্ঘটনায় তিন জেলায় নিহত ৬

বণিক বার্তা ডেস্ক

সড়ক দুর্ঘটনায় তিন জেলায় ছয়জন নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাত থেকে গতকাল দুপুর পর্যন্ত চট্টগ্রাম, ঝিনাইদহ ও বাগেরহাটে এসব সড়ক দুর্ঘটনা ঘটে। প্রতিনিধিদের পাঠানো খবর

চট্টগ্রাম: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়াতে দুই বাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। গতকাল সকালে পটিয়ার শান্তিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন আরো পাঁচজন। নিহতরা হলেন ওমর ফারুক (৩০), আ স ম জাহিদ হোসেন (৪১) ও নিগার সুলতানা (২৫)।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় সাতজনকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। আর নিগার সুলতানা নামের একজন হাসপাতালে মারা গেছেন।

এছাড়া চট্টগ্রামের মিরসরাই উপজেলায় বালুবাহী পিকআপ ভ্যানের ধাক্কায় এক সিএনজি অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম আবদুল্লাহ আল নোমান (২৫)। নিহত নোমান রামগড়ের বাগানবাড়ি এলাকার আবদুল করিমের ছেলে। গতকাল বেলা সাড়ে ১১টায় খাগড়াছড়ি-রামগড় সড়কে এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জোরারগঞ্জ থানার উপপরিদর্শক মো. আলমগীর।

ঝিনাইদহ: জেলার কালীগঞ্জ উপজেলার মোস্তবাপুর এলাকায় আলমসাধুর ধাক্কায় আদনান নামের তিন বছরের এক শিশু নিহত হয়েছে। গতকাল দুপুরে কালিগঞ্জ উপজেলার তত্তিপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আদনান কালীগঞ্জ উপজেলার মোস্তবাপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে।

কালীগঞ্জ থানার তত্তিপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) শামসুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কালিগঞ্জ শহর থেকে রডবোঝাই একটি আলমসাধু তত্তিপুরের দিকে যাচ্ছিল। পথে মোস্তবাপুর এলাকায় পৌঁছালে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা আদনানকে সজোরে ধাক্কা দেয়। এতে সে রাস্তার ওপর ছিটকে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। চালক পালিয়ে গেলেও আলমসাধুটি আটক করেছে পুলিশ।

বাগেরহাট: ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নাহিদা আক্তার সম্পা (৩৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার এলজিইডি মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাহিদা আক্তার সম্পা বাগেরহাট শহরের সোনাতলা এলাকার আছাদুল ইসলামের স্ত্রী।

বাগেরহাট মডেল থানার ওসি মো. মাহতাব উদ্দিন বলেন, কাঁঠালতলা এলাকায় বড় বোনের বাড়ি থেকে ইজিবাইকযোগে নিজ বাড়িতে আসছিলেন সম্পা। এলজিইডি মোড়ে পৌঁছলে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগে সে অচেতন হয়ে যায়। তাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন