মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষে আহত ১০

বণিক বার্তা প্রতিনিধি বরিশাল

বরিশালের হিজলা উপজেলায় মেঘনা নদীতে দুটি যাত্রীবাহী লঞ্চের সংঘর্ষে অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে ঢাকাগামী ও ঢাকা থেকে পিরোজপুরের ভাণ্ডারিয়াগামী যাত্রীবাহী দুটি লঞ্চের মধ্যে এ সংঘর্ষ ঘটে। আহতদের মধ্যে গুরুতর চারজনকে চাঁদপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী যাত্রীরা জানান, হিজলা থেকে রাত ৮টার দিকে এমভি প্রিন্স আওলাদ-৪ নামে লঞ্চটি যাত্রীদের নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেয়। অন্যদিকে ঢাকা থেকে পিরোজপুরের ভাণ্ডারিয়ার উদ্দেশে এমভি টিপু-১২ নামের আরেকটি লঞ্চ যাত্রা করে। উভয় লঞ্চ মেঘনা নদীর আলুবাজার ও ঈশানবালার মধ্যবর্তী এলাকায় পৌঁছলে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এমভি প্রিন্স আওলাদ-৪ লঞ্চের প্রায় ১০ যাত্রী আহত হন।

টিপু-১২ লঞ্চের বরিশালের সুপারভাইজার লিটু দাস জানান, টিপু-১২ লঞ্চের সুকানের চেইন ছিঁড়ে যাওয়ায় সেটা মেরামত করা হচ্ছিল। বিপরীত দিক থেকে আওলাদ-৪ লঞ্চটি এসে পড়ায় দুর্ঘটনা ঘটে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন