শিক্ষার্থীরাই ২০৪১ সালের উন্নত বাংলাদেশ গড়ার কারিগর —কুমিল্লায় শিক্ষামন্ত্রী

বণিক বার্তা প্রতিনিধি কুমিল্লা

শিক্ষার্থীরাই ২০৪১ সালের উন্নত বাংলাদেশ গড়ার কারিগর বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে গতকাল ৪৯তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে ও কুমিল্লা শিক্ষা বোর্ডের ব্যবস্থাপনায় এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, শিক্ষার্থীদের হাত ধরেই দেশে পরিবর্তন আসবে। শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে উঠতে শেখ হাসিনার সরকার পাশে আছে।

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আবদুস ছালামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, শিক্ষা মন্ত্রণালয়ের মাউশি বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মুনশী শাহাবুদ্দীন আহমেদ প্রমুখ।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন