ডিসেম্বরে সিঙ্গাপুরের রফতানি চাঙ্গা

বণিক বার্তা ডেস্ক

নয় মাস মন্থর থাকার পর গত বছরের ডিসেম্বরে সিঙ্গাপুরের রফতানি ঘুরে দাঁড়িয়েছে। ফার্মাসিউটিক্যালের চালান বাড়ায় এমনটি হয়েছে বলে উল্লেখ করা হয়েছে এন্টারপ্রাইজ সিঙ্গাপুরের পরিসংখ্যানে। তবে আগামীতে অর্থনীতিটির রফতানি চাঙ্গা ভাব শ্লথ হয়ে আসবে বলে পূর্বাভাস করেছেন অর্থনীতিবিদরা। খবর স্ট্রেইটটাইমস।

আগের বছরের একই সময়ের তুলনায় গত বছরের ডিসেম্বরে দেশটির তেলবহির্ভূত রফতানি (নোডেক্স) ২ দশমিক ৪ শতাংশ বেড়েছে। নভেম্বরে তা কমেছিল ৫ দশমিক ৯ শতাংশ। তবে ব্লুমবার্গের জরিপে আগের বছরের একই সময়ের তুলনায় ডিসেম্বরে দেশটির খাতটি ১ শতাংশ কমতে পারে বলে পূর্বাভাস করা হয়েছিল।

এদিকে আগের বছরের একই সময়ের তুলনায় গত বছরের ডিসেম্বরে দেশটির বৈদ্যুতিক সরঞ্জামাদি-বহির্ভূত রফতানি বেড়েছে ১১ দশমিক ৫ শতাংশ। আগের মাসে তা বেড়েছিল ১ দশমিক ২ শতাংশ। একই সময়ে অর্থনীতিটির মুদ্রাবহির্ভূত স্বর্ণ ও ফার্মাসিউটিক্যাল ও বিশেষায়িত যন্ত্রপাতির রফতানি বেড়েছে যথাক্রমে ধনাত্মক ১২৭ দশমিক ৮, ধনাত্মক ৩৪ দশমিক ৭ ও ধনাত্মক ২৯ দশমিক ৭ শতাংশ।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন