চীনে জ্বালানি তেল আমদানিতে ১৭ বছরের টানা প্রবৃদ্ধি

বণিক বার্তা ডেস্ক

১৭ বছর ধরে চীনের জ্বালানি তেল আমদানিতে ধারাবাহিক প্রবৃদ্ধি বজায় রয়েছে। বিদায়ী বছরেও দেশটিতে জ্বালানি পণ্যটির আমদানি ৫০ কোটি টন ছাড়িয়ে গেছে। চীনের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমসের সাম্প্রতিক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। মূলত চাহিদা বাড়তে থাকায় বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশে জ্বালানি তেল আমদানি বাড়তির দিকে রয়েছে। খবর রয়টার্স সিনহুয়া।

চীনা রাজস্ব বিভাগের তথ্য অনুযায়ী, ২০১৯ সালে চীনা আমদানিকারকরা রেকর্ড ৫০ কোটি ৬০ লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করেছেন। দৈনিক হিসাবে এর পরিমাণ দাঁড়িয়েছে প্রতিদিন গড়ে কোটি লাখ হাজার ব্যারেলে। এর মধ্য দিয়ে ২০০৩ সালের পর থেকে চীনা জ্বালানি তেল আমদানি খাতে ধারাবাহিক প্রবৃদ্ধি বজায় রয়েছে।

এদিকে বিদায়ী বছরের নভেম্বরে চীনে রেকর্ড পরিমাণ জ্বালানি তেল আমদানি হয়েছিল। ওই সময় দেশটির আমদানিকারকরা প্রতিদিন গড়ে কোটি ১১ লাখ ৩০ হাজার ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করেছিলেন। ডিসেম্বরে জ্বালানি পণ্যটির আমদানি কিছুটা কমে এসেছে। সময় চীনা আমদানিকারকরা প্রতিদিন গড়ে কোটি লাখ ১০ হাজার ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করেছেন।

অর্থনৈতিক অগ্রগতির সঙ্গে সঙ্গে চীনে অপরিশোধিত জ্বালানি তেলের চাহিদা বাড়তির দিকে রয়েছে। দেশটির পরিশোধন কেন্দ্রগুলোর সক্ষমতাও বাড়ানো হচ্ছে। কারণে আন্তর্জাতিক বাজার থেকে জ্বালানি তেল আমদানি বাড়িয়েছে চীন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন