জানুয়ারিতে ওপেকের শর্ত পূরণে প্রস্তুত রাশিয়া

বণিক বার্তা ডেস্ক

চলতি মাসে ওপেক প্লাস জোটের চুক্তি অনুযায়ী অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন কর্তনে প্রস্তুত রয়েছে রাশিয়া। দেশটির জ্বালানিমন্ত্রী অ্যালেক্সজান্ডার নোভাক সম্প্রতি তথ্য জানিয়েছেন। খবর ইন্টারফ্যাক্স রয়টার্স।

রুশ জ্বালানিমন্ত্রী জানান, জ্বালানি তেল উত্তোলনে আমাদের যে বাধ্যবাধকতা রয়েছে, স্বাভাবিকভাবেই আমরা তা পালন করব।

বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে জ্বালানি তেলের অব্যাহত দরপতন রোধে ২০১৭ সাল থেকে কাজ করে যাচ্ছে ওপেক। পণ্যটির শীর্ষ উত্তোলক রফতানিকারক দেশগুলোর জোট এটি। এর সঙ্গে যুক্ত হয়ে কাজ করছে ওপেকবহির্ভূত কয়েকটি শীর্ষ জ্বালানি তেল উত্তোলনকারী দেশ। এসব দেশের নেতৃত্বে রয়েছে রাশিয়া।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন