৮ মাসের সর্বোচ্চের কাছাকাছি তামার দাম

বণিক বার্তা ডেস্ক

বাণিজ্যযুদ্ধের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্র চীন প্রথম পর্যায়ের চুক্তি সই করেছে। এতে চীনসহ বিশ্ববাজারে তামার চাহিদা বাড়বে বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা। আভাসে ধাতব পণ্যটির দাম বেড়ে আট মাসের সর্বোচ্চের কাছাকাছি পৌঁছেছে। খবর বিজনেস রেকর্ডার।

লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) বৃহস্পতিবার ভবিষ্যতে সরবরাহ চুক্তিতে প্রতি টন তামা কেনাবেচা হয়েছে হাজার ৩০০ ডলারে। কেনাবেচার একপর্যায়ে ব্যবহারিক ধাতুটির দাম টনপ্রতি হাজার ৩৪৩ ডলারে উন্নীত হয়, যা গত মের পর সর্বোচ্চ।

কানাডাভিত্তিক প্রতিষ্ঠান বিএমও ক্যাপিটাল মার্কেটের পণ্য বিশ্লেষক টিমোথি উড-ডো বলেন, চীন-মার্কিন বাণিজ্য চুক্তির জেরে গত বছরের তুলনায় মৌলিকভাবে বছরটা তামার জন্য শুভ হতে পারে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন