বাজারে টেকনো স্পার্ক সিরিজের নতুন ফোন

নিজস্ব প্রতিবেদক

দেশের বাজারে টেকনো স্পার্ক সিরিজের নতুন ফোনস্পার্ক লাইটউন্মোচন করেছে ট্রানশান বাংলাদেশ। দীর্ঘ সময় পাওয়ার ব্যাকআপ দিতে ডিভাইসটিতে আছে ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি।

টেকনো স্পার্ক লাইট স্মার্টফোনে দশমিক ৫২ ইঞ্চির ডট নচ স্ক্রিন ব্যবহার করা হয়েছে, ব্যবহারকারীকে ফুল ভিউ মোবাইল স্ক্রিনের অভিজ্ঞতা দেবে। ডিভাইসটিতে এআইসংবলিত মেগাপিক্সেলের রিয়ার মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা আছে। এর সেলফি ক্যামেরায় ডুয়াল ফ্ল্যাশলাইট ব্যবহার হয়েছে।

ডিভাইসটির মাধ্যমে দ্রুত কার্য সম্পাদনের জন্য ব্যবহার করা হয়েছে এ২২ কোয়াড-কোর প্রসেসর। গিগাবাইট র্যামের ডিভাইসটিতে ১৬ গিগাবাইট অভ্যন্তরীণ স্টোরেজ সুবিধা মিলবে, যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে সর্বোচ্চ ১২৮ গিগাবাইট পর্যন্ত বাড়ানোর সুবিধা আছে। শক্তিশালী প্রসেসর থাকায় ডিভাইসটি দিয়ে অনেক ভারী অ্যাপ্লিকেশন অনায়াসে রান করা যাবে। ফোরজি নেটওয়ার্ক সমর্থিত ডিভাইসটি হেভি ইউজারদের ব্যবহার উপযোগী বলে দাবি করেছে ট্রানশান বাংলাদেশ।

টেকনো স্পার্ক লাইটে গ্রেডিয়েন্ট ব্যাক কভার ডিজাইন ব্যবহার করা হয়েছে। ডিভাইসটির গ্রেডিয়েন্ট ব্ল্যাক সংস্করণে ট্রেন্ডি বেগুনি রঙের মিশ্রণ রয়েছে; অন্যদিকে ভ্যাকেশন ব্লু-সংস্করণে সামুদ্রিক রঙের ছোঁয়া রয়েছে।

ট্রানশান বাংলাদেশের তথ্যমতে, দেশের বাজারে টেকনোর কয়েকটি সিরিজের ডিভাইস দারুণ সাড়া ফেলেছে। ধারাবাহিকতা ধরে রাখতে স্পার্ক লাইট স্মার্টফোনটি আনা হয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন