ইউএস-বাংলার বহরে যুক্ত হলো ৫ম এটিআর ৭২-৬০০

বণিক বার্তা অনলাইন

নতুন আরেকটি এটিআর ৭২-৬০০ যুক্ত হলো ইউএস-বাংলা এয়ারলাইন্সের উড়োজাহাজ বহরে। এর মাধ্যমে আকাশ পরিবহণ সেবা কোম্পানিটি  এয়ারক্রাফটের সংখ্যা দাঁড়ালো ১২টিতে। এটি বাংলাদেশের বেসরকারি বিমান পরিবহন সংস্থার মধ্যে সর্বোচ্চ। এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফটটিতে ৭২টি আসন রয়েছে। 

পঞ্চম এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফটটি  আজ শুক্রবার বেলা ৩টা ২৫মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে। এয়ারক্রাফটটি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের পরিচালক-অপারেশনস ক্যাপ্টেন মনিরুল হক জোয়ারদার ও পরিচালক প্রশাসন জনাব মুসা মোল্লাহ।

উল্লেখ্য, ২০১৪ সালের ১৭ জুলাই দুটি ড্যাশ৮-কিউ৪০০ এয়ারক্রাফট দিয়ে ইউএস-বাংলা ঢাকা থেকে যশোরে উদ্বোধনী ফ্লাইট পরিচালনার মাধ্যমে যাত্রা শুরু করে। নতুন যুক্ত হওয়া এটিআর ৭২-৬০০সহ বর্তমানে ইউএস-বাংলার বিমান বহরে মোট বারোটি এয়ারক্রাফট রয়েছে, এর মধ্যে ৪টি বোয়িং ৭৩৭-৮০০, তিনটি ড্যাশ৮-কিউ৪০০ ও পাঁচটি এটিআর ৭২-৬০০। 

বর্তমানে অভ্যন্তরীণ সব রুটসহ আন্তর্জাতিক রুট কলকাতা, চেন্নাই, মাস্কাট, দোহা, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, ব্যাংকক ও গুয়াংজু রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করে ইউএস-বাংলা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন