বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু আজ

বণিক বার্তা প্রতিনিধি গাজীপুর

চারদিন বিরতির পর আজ থেকে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব পর্বে ভারতের মাওলানা সাদের অনুসারীরা অংশ নেবেন এরই মধ্যে ইজতেমা ময়দানের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে পর্বেও দেশ-বিদেশের হাজার হাজার তাবলিগ অনুসারী স্থানীয় ধর্মপ্রাণ মুসলমান অংশ নেবেন বলে আশা করছেন ইজতেমাসংশ্লিষ্টরা আগামী রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের ইজতেমা

গতকাল থেকেই ইজতেমা মাঠে মুসল্লিরা জড়ো হতে শুরু করেছেন মুসল্লিদের যাতায়াতের সুবিধায় থাকছে বিশেষ ট্রেন বাস সার্ভিস নেয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা প্রথম পর্বের মতো দ্বিতীয় পর্বেও থাকছে বিশ্ব ইজতেমার পুরো ময়দান সিসি ক্যামেরার আওতায় তুরাগ নদ পারাপারের জন্য সেনাবাহিনীর ব্যবস্থাপনায় প্রথম পর্বের  জন্য নির্মিত  ভাসমান ব্রিজ পর্বের জন্যও প্রস্তুত রয়েছে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য র্যাব-পুলিশের পক্ষ থেকে দ্বিতীয় পর্বেও পর্যবেক্ষণ টাওয়ার, সিসিটিভি রয়েছে বিদেশীদের জন্য থাকছে আগের মতো আলাদা স্বাস্থ্য ক্যাম্পও বিদেশী নিবাসে গ্যাস সংযোগ বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা প্রথম পর্বের মতো পর্বেও থাকছে

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন