রাজাকারের তালিকা

সংসদে সমালোচনার মুখে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

রাজাকারের তালিকা নিয়ে দায় এড়াতে গিয়ে সংসদে নিজ দলের সদস্যদের সমালোচনার মুখে পড়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক গতকাল সংসদে জামালপুরের সংসদ সদস্য ফরিদুল হক খান রাজাকারের তালিকা প্রণয়নে গাফিলতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার উদ্যোগের বিষয়ে জানতে চান তার অনুপস্থিতিতে প্রশ্নটি সংসদে তোলেন সুনামগঞ্জের মোয়াজ্জেম হোসেন রতন এর আগে স্পিকার . শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়

মোয়াজ্জেম হোসেন রতনের উত্থাপিত প্রশ্নের জবাবে মোজাম্মেল হক বলেন, রাজাকারের তালিকা মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে প্রণয়ন করা হয়নি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের চাহিদার পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে ১০ হাজার ৭৮৫ জন রাজাকার, আল-বদর, আল-শামস স্বাধীনতাবিরোধীর একটি তালিকা পাঠানো হয় প্রাপ্ত তালিকা হুবহু মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয় যেহেতু মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় ওই তালিকা প্রস্তুত করেনি সেহেতু প্রশ্নে উত্থাপিত বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যবস্থা গ্রহণ করতে পারে

গত বছর বিজয় দিবসের আগের দিন সংবাদ সম্মেলন করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ১০ হাজার ৭৮৯ জনস্বাধীনতাবিরোধীরওই তালিকা প্রকাশ করেন ওই তালিকায় গেজেটভুক্ত মুক্তিযোদ্ধা শহীদ পরিবারের সদস্যদের নাম আসায় ক্ষোভ আর সমালোচনার প্রেক্ষাপটে সংশোধনের জন্য তা স্থগিত করা হয়

পরে সংসদে মোয়াজ্জেম হোসেন রতন সম্পূরক প্রশ্নে বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই তালিকা দিয়েছে কথা বলে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় দায়িত্ব এড়াতে পারে না কারণ মন্ত্রণালয়ের ওয়েবসাইটের মাধ্যমে যার কাছ থেকেই আপনি তথ্য নেন, এটাকে প্রুফ করা এবং এটা সঠিক আছে কিনা, এটা দেখার দায়িত্ব মন্ত্রণালয়ের ওপর বর্তায় আজকে কিছু কিছু জায়গায় অসংগতির কারণে আমরা প্রশ্নবিদ্ধ আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, আমরা অত্যন্ত ব্যথিত হয়েছি বিষয়ে আমরা আহত হয়েছি প্রকৃত রাজাকারের নামও তালিকায় আসেনি বিষয়ে এই মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সবার সমন্বয়ের মাধ্যমে প্রকৃত রাজাকারদের তালিকা আগামী ২৬ মার্চের মধ্যে আপনারা প্রকাশ করবেন কিনা জানতে চাই

জবাবে মোজাম্মেল হক বলেন, ভুল-ত্রুটি ছিল বলে আগেই দুঃখ প্রকাশ করে সেই তালিকা আমরা প্রত্যাহার করে নিয়েছি ভবিষ্যতে যাতে ভুলের পুনরাবৃত্তি না হয়, সবার সহযোগিতা নিয়ে সম্পূর্ণ যাচাই-বাছাই করে তালিকা প্রকাশ করব

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন