পাকিস্তান টি২০ দলে মালিক-হাফিজ

নানা নাটকীয়তা শেষে পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তা- একবার নয়, তিনবার পাকিস্তান সফর করবে বাংলাদেশ। যেখানে প্রথম দফায় বাংলাদেশ খেলবে তিনটি টি২০ ম্যাচ। বাংলাদেশের বিপক্ষে টি২০ সিরিজের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান। দলে তারা ফিরিয়েছে অভিজ্ঞ মোহাম্মদ হাফিজ শোয়েব মালিককে।

ঘোষিত দলে সুযোগ পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা একাধিক ক্রিকেটার। বিগ ব্যাশ মাতানো হারিস রউফের সঙ্গে আছেন আহসান আলী আমাদ বাট। জায়গা ধরে রেখেছেন এখনো আন্তর্জাতিক ম্যাচ না খেলা উসমান কাদিরও। নিজেদের দল নিয়ে প্রধান কোচ নির্বাচক মিসবাহ-উল-হক বলেন, ‘আমরা নতুন পুরনো খেলোয়াড়দের মাঝে সমন্বয় করে দল গড়তে চেয়েছি। আশা করছি, খেলোয়াড়রা সাম্প্রতিক হারের ধারা থেকে দলকে বের করে আনতে পারবে। আমরা শেষ টি২০ ম্যাচের ৮টিতেই হেরেছি। এক নম্বর দল হিসেবে এটা একেবারেই গ্রহণযোগ্য নয়। এশিয়া কাপ টি২০ বিশ্বকাপ সামনে রেখে আমাদের হারের ধারা থেকে বের হয়ে আসতে হবে জয়ের অভ্যাস গড়তে হবে।

দলে হাফিজ মালিকের অন্তর্ভুক্তি নিয়ে মিসবাহ বলেন, ‘তারা অভিজ্ঞ খেলোয়াড়। তারা ২০০-এর মতো টি২০ ম্যাচ খেলেছে। আগেও তাদের পারফরম্যান্স ভালো ছিল। আশা করব, সামনের সিরিজে তারা ভালো কিছু করে দেখাতে পারবে।ঘোষিত দল নিয়ে নিজের সন্তুষ্টি প্রকাশ করেছেন অধিনায়ক বাবর আজম। তার অনুরোধে মালিক হাফিজকে দলে আনায় নির্বাচক কমিটিকে ধন্যবাদও জানান তিনি। বঙ্গবন্ধু বিপিএলে দারুণ নৈপুণ্য দেখিয়েছেন মালিক। ক্রিকইনফো ডন

১৫ সদস্যের পাকিস্তান দল

বাবর আজম (অধিনায়ক), আহসান আলী, আমাদ বাট, ইফতেখার আহমেদ, হারিস রউফ, ইমাদ ওয়াসিম, খুশদিল শাহ, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ রিজওয়ান, মুসা খান, শাদাব খান, শাহিন শাহ আফ্রিদি, শোয়েব মালিক, উসমান জাবেদ।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন