সেলিম আল দীন স্মরণোৎসবে আজ সেমিনার

ফিচার প্রতিবেদক

নাট্যসংগঠন স্বপ্নদল আয়োজিত তিন দিনব্যাপী চলমাননাট্যাচার্য সেলিম আল দীন স্মরণোৎসব ২০২০’-এর সমাপনী দিন আজ বিকাল ৪টায় জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে অনুষ্ঠিত হবেঐতিহ্যবাহী বাঙলা নাট্যরীতি, দ্বৈতাদ্বৈতবাদী শিল্পতত্ত্ব সেলিম আল দীনের নাট্যদর্শনশীর্ষক বিশেষ সেমিনার।

সেমিনারে মূল আলোচনা উপস্থাপন করবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নাটক নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক . লুত্ফর রহমান। মঞ্চসারথি আতাউর রহমানের সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করবেন নাট্যজন . সোমা মুমতাজ, নাট্যজন মান্নান হীরা, নাট্যজন কামাল বায়েজীদ, নাট্যজন মাসুম রেজা, নাট্যজন সাধনা আহমেদ, নাট্যজন অপূর্ব কুমার কুণ্ডু প্রমুখ। স্বাগত বক্তব্য দেবেন স্বপ্নদলের প্রধান সম্পাদক জাহিদ রিপন।

ঐতিহ্যবাহী নাট্য আর দ্বৈতাদ্বৈতবাদী শিল্পদর্শন, সেলিম আল দীনের সৃজন-আভায় নবরূপে দেয় দরশনস্লোগানে নাট্যাচার্য সেলিম আল দীনের ১২তম প্রয়াণবার্ষিকী স্মরণে ১৪, ১৫ ১৭ জানুয়ারি তিন দিনব্যাপীনাট্যাচার্য সেলিম আল দীন স্মরণোৎসব ২০২০’-এর আয়োজনে আরো ছিল স্মরণ-শোভাযাত্রা, নাট্যাচার্যের সমাধিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ, নাট্যাচার্যের প্রতিকৃতিসহযোগে শিল্পকলা একাডেমি চত্বর সজ্জা এবং স্বপ্নদলের আলোচিত প্রযোজনাহরগজত্রিংশ শতাব্দী মঞ্চায়ন। প্রসঙ্গত, এবারের স্মরণোৎসব নাট্যাচার্যের জন্ম প্রয়াণ দিবস ঘিরে স্বপ্নদলের নিয়মিত উৎসবের ২১তম আসর।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন