অর্থ পাচার মামলা

এয়ারএশিয়ার সিইওকে তলব করেছে ইডি

বণিক বার্তা ডেস্ক

অর্থ পাচারের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য এয়ারএশিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) টনি ফার্নান্দেসসহ জ্যেষ্ঠ নির্বাহীদের তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) সংস্থাটি ২০১৮ সালে এয়ারএশিয়ার কর্মকর্তাদের বিরুদ্ধে অর্থ পাচার প্রতিরোধ আইনে (পিএমএলএ) মামলা করেছিল। খবর বিজনেস স্ট্যান্ডার্ড

ইডির কর্মকর্তারা বলছেন, ফার্নান্দেসকে ২০ জানুয়ারি জিজ্ঞাসাবাদ করা হবে। পরবর্তী সময়ে জিজ্ঞাসাবাদ করা হবে আরো বেশ কয়েকজন নির্বাহীকে। মামলার তদন্ত কার্যক্রম এগিয়ে নিতেই তাদের নতুন করে জিজ্ঞাসাবাদের আওতায় আনা হচ্ছে।

মামলার বিবরণ অনুযায়ী, এয়ারএশিয়া দুর্নীতির মাধ্যমে সরকারি নীতিতে হস্তক্ষেপের চেষ্টা করে। তাদের উদ্দেশ্য ছিল, এয়ারএশিয়া ইন্ডিয়া লিমিটেডের জন্য আন্তর্জাতিক লাইসেন্স পাওয়া। এছাড়া এয়ারলাইনটি ২২ কোটি রুপির প্রতারণামূলক লেনদেনের সঙ্গে জড়িত ছিল বলে অভিযোগ তোলেন ওই সময় টাটা গ্রুপের চেয়ারম্যানের দায়িত্বে থাকা

সাইরাস মিস্ত্রি। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতেই এয়ারএশিয়ার অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন