ওয়ার্ম-আপ ম্যাচে যুবাদের হার

অস্ট্রেলিয়ার সঙ্গে রোমাঞ্চকরটাইকরার পর এবার বিশ্বকাপের দ্বিতীয় ওয়ার্ম-আপ ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হারল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে অনুষ্ঠিত ম্যাচে কিউই যুবারা জিতেছে উইকেটের ব্যবধানে।

সোমবার প্রথম ওয়ার্ম-আপ ম্যাচে ২৫০ রান করা বাংলাদেশ শক্তিশালী অস্ট্রেলিয়ার সঙ্গে টাই করতে সমর্থ হয়। গতকাল অবশ্য বাংলাদেশের ব্যাটসম্যানরা বোলারদের লড়াই করার মতো সংগ্রহ গড়ে দিতে পারেননি। আগে ব্যাটিং করতে নেমে ২৯ ওভারে মাত্র ১১২ রানে গুটিয়ে যায় আকবর আলীর নেতৃত্বাধীন বাংলাদেশ দল। তৌহিদ হূদয় সর্বোচ্চ ৩৬ রান করেন। এছাড়া আকবর ২৩ শামীম হোসেন ২০ রান করেন। কিউই পেসার জোয়ে ফিল্ড ৩৫ রানে চারটি আদিত্য অশোক ৩৫ রানে তিনটি উইকেট নেন।

মাত্র ১১২ রানের পুঁজি নিয়েও অবশ্য নিউজিল্যান্ডকে কাঁপিয়ে দিয়েছিল বাংলাদেশের যুবারা। পেসার শরিফুল ইসলাম ওপেনার ওলি হোয়াইটকে দলীয় ১৬ রানে তুলে নেয়ার পর তানজিদ হাসান (/৩০) রাকিবুল হাসানের (/৩৯) ঘূর্ণিতে ৬৩ রানের মধ্যে উইকেট হারিয়ে বসে কিউইরা। যদিও শেষ হাসি হাসা হয়নি টাইগার যুবাদের। জেসে টাশকফ (৪১*) কুইন সুন্দের (১৯*) দৃঢ়তায় ১২৩ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় নিউজিল্যান্ড। গতকাল আরেক ওয়ার্ম-আপ ম্যাচে অস্ট্রেলিয়া উইকেটে কানাডাকে হারায়।

শুক্রবার কিম্বার্লিতে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা আফগানিস্তানের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। শনিবার জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ যুবারা।

এবারের আসরে প্রতিদ্বন্দ্বিতা করছে ১৬টি দেশ। দলগুলো চারটি গ্রুপে ভাগ হয়ে খেলবে।সিগ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ জিম্বাবুয়ে, পাকিস্তান স্কটল্যান্ড। আইসিসি ক্রিকইনফো   

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন