ভারতে বিক্ষোভের মুখে জেফ বেজোস

অর্ধদশকের মধ্যে দ্বিতীয়বার ভারত সফর করছেন -কমার্স জায়ান্ট অ্যামাজনের প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেফ বেজোস। তার এবারের ভারত সফর মোটেও সুখকর অনুভূতির জন্ম দেবে না। কারণ বিক্ষোভের সম্ভাবনাকে সঙ্গী করে গত মঙ্গলবার ভারতে পা রাখেন তিনি। এর আগের দিনই দেশটিতে অ্যামাজন ফ্লিপকার্টের মতো -কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতিযোগিতা কমিশন তদন্তের নির্দেশ দিয়েছে। খবর বিবিসি।

অ্যামাজন ইন্ডিয়ার কার্যক্রম শুরুর ছয় বছর চলছে। ভারতের খুচরা বিক্রেতাদের অভিযোগ অ্যামাজনের মতো বৈশ্বিক -কমার্স কোম্পানি কার্যক্রম শুরুর পর থেকে তাদের ক্ষুদ্র ব্যবসা ধ্বংস হতে শুরু করেছে। অ্যামাজনসহ অন্য -কমার্স প্রতিষ্ঠানগুলোর আগ্রাসী মূল্যনীতির কারণে তারা পথে বসছেন। তীব্র বিক্ষোভের মুখেই গতকাল ভারতের ক্ষুদ্র মাঝারি ব্যবসায় প্রতিষ্ঠানের ডিজিটাইজেশনে ১০০ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছেন জেফ বেজোস।

ভারতের ক্ষুদ্র ব্যবসায়ীদের সংগঠন সিএআইটির তথ্যমতে, গতকাল দেশটির ৩০০টি শহরে সিএআইটির সদস্যরা বিক্ষোভ প্রদর্শন করেন। অভিযোগ করা হয়, -কমার্স প্রতিষ্ঠানগুলো প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগ নীতি লঙ্ঘন করছে। নিয়ে তদন্তেরও আহ্বান জানানো হয়েছে।

অবশ্য বিক্ষোভের মধ্যেই আজ আগামীকাল দিল্লিতে ছোট মাঝারি শিল্পের জন্য অ্যামাজনের অনুষ্ঠান রয়েছে। সেখানে যোগ দেয়ার কথা দেশটির একাধিক শিল্পপতির। তবে বেজোস যাবেন কিনা, গেলে কবে কখন, তা নিয়ে মুখ খুলতে রাজি হননি অ্যামাজন ইন্ডিয়ার কোনো কর্মকর্তা। অনেকে বলছেন, যতই প্রতিবাদ হোক, ভারত যে অ্যামাজনের গুরুত্বপূর্ণ বাজার তা স্পষ্ট।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন