শাহজালালে তৃতীয় টার্মিনাল নির্মাণ

বেবিচকের সঙ্গে এডিসির চুক্তি স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ সরকার জাইকার যৌথ অর্থায়নে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণ প্রকল্পের বিষয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এভিয়েশন ঢাকা কনসোর্টিয়ামের (এডিসি) মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তিতে বেবিচকের পক্ষে সংস্থার চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান এডিসির পক্ষে মিত্সুবিশি করপোরেশনের জেনারেল ম্যানেজার ইয়াসুনোরি সাকামোতো স্বাক্ষর করেন। গতকাল বেবিচকের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। আরো উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মহিবুল হক, বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত নাওকি ইতো। সময় জাইকা বাংলাদেশ অফিসের চিফ রিপ্রেজেনটেটিভ হিতোশি হিরাতাসহ বেসামরিক বিমান পরিবহন পর্যটন মন্ত্রণালয়, জাইকা, উপদেষ্টা প্রতিষ্ঠান নিপ্পন কোয়েই ঠিকাদার প্রতিষ্ঠান এডিসির সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণ প্রকল্পটি গত ডিসেম্বরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন ফলক উন্মোচন করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তৃতীয় টার্মিনাল প্রকল্পের কাজ শেষ হলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে বছরে প্রায় দুই কোটি যাত্রী আন্তর্জাতিক মানের আধুনিক সুযোগ-সুবিধা পাবেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন