মিসরে এলপিজি বিক্রি কমেছে ৬%

বণিক বার্তা ডেস্ক

প্রতি বছরের মে মাসে মিসরে নতুন অর্থবছর শুরু হয়। চলতি অর্থবছরের শুরু থেকেই দেশটিতে এলপিজি (তরলায়িত প্রাকৃতিক গ্যাস) বিক্রিতে মন্দা ভাব বজায় রয়েছে। ২০১৯-২০ অর্থবছরের প্রথমার্ধে (মে-অক্টোবর) আগের বছরের একই সময়ের তুলনায় দেশটির এলপিজে বিক্রি কমেছে শতাংশ। মিসরের পেট্রোলিয়াম খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে সম্প্রতি তথ্য প্রকাশ করা হয়েছে।

পেট্রোলিয়াম মন্ত্রী তারেক এল মোল্লা এক বিবৃতিতে জানান, সরকারের এলপিজি ব্যবহার কমিয়ে আনার পরিকল্পনার অংশ দেশটিতে জ্বালানিটির ব্যবহার কমেছে। চলতি অর্থবছর শেষে দেশটিতে এলপিজির বিক্রি আরো কমে দশমিক শতাংশে নামবে বলেও জানান তিনি। তিনি বলেন, নতুন প্রকল্পের মাধ্যমে ব্রিটেনের মজুদ বাড়িয়ে এলপিজির বাজার স্থিতিশীল করতে চায় মিশর। এছাড়া গার্হস্থ্য খাতে প্রাকৃতিক গ্যাসের ব্যবহার বাড়ানোর পরিকল্পনা রয়েছে সরকারের।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন