সুনামগঞ্জে শিশু তুহিন হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ শুরু

বণিক বার্তা প্রতিনিধি সুনামগঞ্জ

সুনামগঞ্জে শিশু তুহিন মিয়া হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। গতকাল সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ মো. ওয়াহিদুজ্জাদান শিকদারের আদালতে সাক্ষ্য দেন মামলার বাদী তুহিনের মা মনিরা বেগম, কেজাউড়া গ্রামের বাসিন্দা অভিজিৎ তালুকদার, শাহজাহান মিয়া, মওলানা নুর উদ্দিন ও হারুন মিয়া।

এর আগে ৭ জানুয়ারি আদালতে তুহিনের বাবা ও তিন চাচার বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে এ মামলার বিচার শুরু হয়। ওই মামলায় তুহিনের চাচাতো ভাই সাহারুল ইসলাম ওরফে শাহরিয়ারের বিচার হচ্ছে শিশু আদালতে।

আদালতে তুহিনের মা মনিরা বেগম বলেন, ১৩ অক্টোবর রাতে তুহিন তার বাবা আবদুল বাছিরের সঙ্গে একই খাটে ঘুমিয়ে ছিল। তিনি ছিলেন পাশের কক্ষে। গভীর রাতে তুহিনের চাচাতো বোন তাদের ঘুম থেকে ডেকে তুলে জানায়, ঘরের দরজা খোলা। তখন তিনি দেখেন তুহিনের বাবার পাশে তুহিন নেই। পরে সকালে জানতে পারেন তুহিনকে কে বা কারা হত্যা করে মরদেহ গাছে ঝুলিয়ে রেখেছে। কে বা কারা তুহিনকে হত্যা করেছে তিনি জানেন না।

উল্লেখ্য, গত বছরের ১৪ অক্টোবর সুনামগঞ্জের দিরাই উপজেলার কেজাউড়া গ্রামে শিশু তুহিনকে হত্যা করা হয়। সকালে বাড়ির পাশের একটি গাছের ডালে ঝুলন্ত অবস্থায় তুহিনের রক্তাক্ত মরদেহ পাওয়া যায়। তুহিনের গলা, দুই কান ও যৌনাঙ্গ কাটা ছিল। পেটে বিদ্ধ ছিল দুটি ছুরি। এ ঘটনায় তুহিনের মা মনিরা বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে থানায় মামলা করেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন