অস্ট্রেলিয়ার প্রাণীদের স্মরণে থাই হাতিদের শোভাযাত্রা

বণিক বার্তা ডেস্ক

অস্ট্রেলিয়ায় দাবানলে নিহত প্রাণীদের প্রতি সম্মান জানাতে গতকাল থাইল্যান্ডে হাতি ও স্কুলশিক্ষার্থীদের একটি দলের নীরব শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। খবর রয়টার্স।

শোভাযাত্রায় অংশ নেয়া হাতি ও তাদের মাহুতদেরঅস্ট্রেলিয়ার জন্য প্রার্থনা লেখা প্লাকার্ড বহন করতে দেখা গেছে। আয়ুথায়া এলিফ্যান্ট প্যালেস অ্যান্ড রয়্যাল ক্রাল আয়োজিত শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের পশুপাখির হরেক ছবি ও কার্টুনও বহন করতে দেখা গেছে। শোভাযাত্রায় অংশ নেয়া লাক্সাপূর্ণ লুয়েতপিরিয়াকামল নামের এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী বলে, অস্ট্রেলিয়ার সব বন্য প্রাণীর প্রতি আমার শুভেচ্ছা জানাতে চাই। আমি চাই তারা তাদের স্থানেই থাকুক। আমি চাই তারা অস্ট্রেলিয়ায় বেঁচে থাকুক।

এদিকে দাবানল সংকট অস্ট্রেলিয়ায়পরিবেশগত বিপর্যয় সৃষ্টি করেছে বলে মন্তব্য করেছে দেশটির সরকার। ভয়াবহ দাবানলে দেশটিতে প্রায় ১০০ কোটি প্রাণী মারা গেছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন