৫০ নির্বাহী ছাঁটাই ওয়ালমার্ট ইন্ডিয়ার

বণিক বার্তা ডেস্ক

পুনর্গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে ভারতে ৫০ নির্বাহীকে ছাঁটাই করেছে বিশ্বের বৃহত্তম খুচরা বিক্রি প্রতিষ্ঠান ওয়ালমার্ট। ছাঁটাইয়ের শিকার অধিকাংশ নির্বাহীই প্রতিষ্ঠানটির আবাসন খাতের। এদের মধ্যে কিছু ছাঁটাই হয়েছেন গত সপ্তাহে। খবর বিজনেস স্ট্যান্ডার্ড প্রতিষ্ঠানটির ছাঁটাই পদেক্ষেপের মূলে রয়েছে ভারতে তাদের পাইকারি ব্যবসা সম্প্রসারণে চলমান সংকট। ওয়ালমার্ট ভারতে ২৮টি পাইকারি দোকান পরিচালনা করছে। যেখান থেকে সরাসরি খুচরা ক্রেতাদের বদলে পণ্য বিক্রি করা হচ্ছে ছোট দোকানিদের কাছে।

এক সূত্রে জানা গেছে, ওয়ালমার্ট ভারতে তাদের বিক্রি দোকান থেকে সরিয়ে -কমার্সকেন্দ্রিক করতে চাচ্ছে। তবে বিষয়ে ওয়ালমার্ট থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে ২০১৮ সালে হাজার ৬০০ কোটি ডলার ব্যয়ে -কমার্স প্রতিষ্ঠান ফ্লিপকার্টের সিংহভাগ শেয়ার অধিগ্রহণ করে ওয়ালমার্ট। এটি ছিল বৈশ্বিক বাজারে তাদের সবচেয়ে বড় অধিগ্রহণ। ফলে খুব স্বাভাবিকভাবেই মনে করা হচ্ছে, ওয়ালমার্ট তাদের পাইকারি দোকানের সংখ্যা কমিয়ে দেবে। এর বদলে তারা ধীরে ধীরে ঝুঁকবে -কমার্সের দিকে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন