রুয়ান্ডার চা রফতানি ৪% বেড়েছে

বণিক বার্তা ডেস্ক

রুয়ান্ডার ন্যাশনাল এগ্রিকালচারাল এক্সপোর্ট ডেভেলপমেন্ট বোর্ডের (এনএইবি) তথ্য অনুযায়ী, ২০১৯ সালের জুলাই থেকে নভেম্বরের মধ্যে দেশটি মোট ১২ হাজার ৬১৭ টন প্রক্রিয়াজাত চা রফতানি করেছে, যা আগের বছরের তুলনায় শতাংশ বেশি। আগের বছরের একই সময়ে রফতানি হয়েছিল ১২ হাজার ১৮০ টন। অর্থাৎ এক বছরের ব্যবধানে দেশটি ৪৩৭ টন চা রফতানি বাড়িয়েছে। খবর নিউ টাইমস।

মধ্য আফ্রিকার দেশ রুয়ান্ডা থেকে রফতানীকৃত কৃষিপণ্যের মধ্যে চা অন্যতম। বিশ্বের প্রায় ৪৮টি দেশে পণ্যটি রফতানি করে দেশটি। চা রফতানি বাড়াতে বাগানের বিস্তার, কৌশলগত অবস্থান কৃষকদের প্রশিক্ষণসহ নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে রুয়ান্ডা। এরসঙ্গে যুক্ত হয়েছে অনুকূল আবহাওয়া। সব মিলিয়ে বিদায়ী বছরে দেশটিতে পানীয় পণ্যটির ফলন বেড়েছে। ফলে ঊর্ধ্বমুখী হয়েছে রফতানিও।

এদিকে রফতানি বৃদ্ধির জেরে খাতে দেশটির আয় বেড়েছে। এনএইবির তথ্য অনুযায়ী, জুলাই-নভেম্বর সময়ের মধ্যে খাতে দেশটি মোট কোটি ৬০ লাখ ডলার আয় করেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় শতাংশ বেশি।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন