অ্যালফাবেট ছাড়লেন ডেভিড ড্রামন্ড

বণিক বার্তা ডেস্ক

প্রতিষ্ঠান ছাড়লেন গুগলের প্যারেন্ট কোম্পানি অ্যালফাবেটের প্রধান আইনি কর্মকর্তা ডেভিড ড্রামন্ড। তার বিরুদ্ধে যৌন অসদাচরণের তদন্ত চলছিল। গুগলের পক্ষ থেকে তথ্য নিশ্চিত করা হয়েছে। আগামী ৩১ জানুয়ারি অ্যালফাবেটে শেষ কর্মদিবস পালন করবেন ডেভিড। খবর রয়টার্স।

ডেভিড ড্রামন্ড ১৯৯৪ সাল থেকে প্রতিষ্ঠানটির করপোরেট বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ১৮ বছর ধরে তিনি প্রতিষ্ঠানটির শীর্ষ আইনজীবী হিসেবেও ভূমিকা রেখেছেন। গত বছর ডেভিড ড্রামন্ডের বিরুদ্ধে যৌন অসদাচরণের অভিযোগের তদন্ত শুরু করে গুগল। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা মেলায় তিনি চাকরি হারিয়েছেন বলে মনে করা হচ্ছে। গুগল জানিয়েছে, অপসারণের পর কোম্পানির নীতি অনুযায়ী আর্থিক সুবিধাদি পাবেন না ডেভিড। গুগলের প্রধান আইনি কর্মকর্তা পদে কে আসছেন, সেই বিষয়ে কোম্পানিটি কিছুই জানায়নি।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন