বঙ্গবন্ধুকে হৃদয়ে ধারণ করতে হবে —পরিকল্পনামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হৃদয়ে ধারণ করতে হবে। বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। বঙ্গবন্ধু আমাদের স্বাধীন দেশ দিয়েছেন। তার ঋণ কখনো শোধ হবে না। তার পরও সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে বঙ্গবন্ধুর ঋণ পরিশোধের চেষ্টা করব বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।

গতকাল রাজধানীর আগারগাঁওয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। পরিকল্পনা বিভাগের সচিব নূরুল আমিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পরিকল্পনা কমিশনের সদস্য (সিনিয়র সচিব) শাহিন আহমেদ চৌধুরী, পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) জাকির হোসেন আকন্দ প্রমুখ।

পরিকল্পনামন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর জন্য আমাদের কাজ করতে হবে। সবাই একযোগে কাজ করে সোনার বাংলা গড়ে তুলব। বঙ্গবন্ধুকে হৃদয়ে ধারণ করতে হবে। আমাদের ধ্যান, জ্ঞান ও কর্মে সবসময় বঙ্গবন্ধুকে হৃদয়ের মণিকোঠায় রাখব।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন