দ্বিতীয় আবৃত্তি প্রযোজনা নিয়ে আসছে ‘কল্পরূপ’

ফিচার প্রতিবেদক

বাচিক শিল্পচর্চা কেন্দ্র কল্পরূপ তাদের দ্বিতীয় আবৃত্তি প্রযোজনা জননী মৃন্ময়ী নিয়ে দর্শকের সামনে হাজির হচ্ছে ২৫ জানুয়ারি। এদিন সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে জননী মৃন্ময়ীর তৃতীয় প্রদর্শনী অনুষ্ঠিত হবে। প্রযোজনাটির গ্রন্থনা নির্দেশনায় রয়েছেন নাজমুল আহসান তরুণ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, হুমায়ুন আজাদ, মিহির মুসাকী, শুভদাস গুপ্ত, আদিত্য অনিক আসাদ মান্নানের কবিতা নিয়ে সাজানো হয়েছে প্রযোজনা। এতে অংশ নেবেন কাজী মফিদুল ইসলাম অয়ন, সামিউল জীবন, ঝুমু মজুমদার, উম্মে হানী, মনিরুজ্জামান রাতুল, নিলুফার ইয়াসমীন হ্যাপি, নাজমুল হাসান তরুণ। প্রযোজনাটির মঞ্চ, আলো পোশাক পরিকল্পনায় রয়েছেন কাজী কোয়েল। আবহ সংগীত পরিকল্পনায় নাজমুল হাসান তরুণ। সংগীত প্রক্ষেপণে জাহিদ ইসলাম। প্রকাশনায় কাজী অয়ন। অনুষ্ঠানটির অধিকর্তা হিসেবে আছেন মনিরুজ্জামান রাতুল।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন