নরসিংদীতে ভুয়া এমপির গাড়ি থেকে মাদক উদ্ধার, আটক ২

বণিক বার্তা প্রতিনিধি নারায়ণগঞ্জ

নরসিংদীর মাধবদী থেকে এক ভুয়া সংসদ সদস্যসহ (এমপি) দুজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) গত শুক্রবার রাতে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবদী বাসস্ট্যান্ড এলাকায় এমপির স্টিকারযুুক্ত একটি প্রাইভেট কার থেকে তাদের আটক করা হয়। এ সময় ওই প্রাইভেট কার থেকে ৮৭৩ বোতল ফেনসিডিল ও ১৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গতকাল র্যাব-১১ সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার মো. আলেপ উদ্দিন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটককৃতরা হলেন এমপি পরিচয়দানকারী ব্রাক্ষণবাড়িয়ার নাসিরনগর এলাকার ওয়াসিম মিয়া ও ঠাকুরগাঁওয়ের রুহুল আমিন।

আলেপ উদ্দিন জানান, মাধবদী বাসস্ট্যান্ড এলাকায় এমপির স্টিকার লাগানো একটি প্রাইভেট কারের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় র্যাব গাড়িটি থামায়। পরে ভেতরে তল্লাশি করে ৮৭৩ বোতল ফেনসিডিল ও ১৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় মাদক পাচারের অভিযোগে ভুয়া এমপিসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়।

তিনি জানান, গাড়িটি তল্লাশির সময় মাদক ব্যবসায়ী ওয়াসিম নিজেকে একজন এমপি ও রুহুল আমিন নিজেকে এমপির গাড়িচালক হিসেবে পরিচয় দেন। এ সময় তারা গাড়ি তল্লাশিতে বাধাও দেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন