স্বদেশ প্রত্যাবর্তন ও মুজিব বর্ষের ক্ষণগণনা অনুষ্ঠান উদযাপন

বণিক বার্তা ডেস্ক

দেশব্যাপী বর্ণাঢ্য আয়োজনে গতকাল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস এবং মুজিব বর্ষের ক্ষণগণনা অনুষ্ঠান উদযাপন করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর:

চট্টগ্রাম: গতকাল ঢাকা থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে চট্টগ্রাম নগরীর এমএ আজিজ স্টেডিয়াম-সংলগ্ন জিমনেশিয়াম মাঠে আয়োজিত মুজিব বর্ষের ক্ষণগণনার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকাল ৪টার দিকে নগরে স্থাপিত চারটিকাউন্টডাউন ক্লকউদ্বোধন করা হলেও বেলা ২টা থেকে জিমনেশিয়াম মাঠে আসতে শুরু করে সর্বস্তরের মানুষ। বেলা ৩টার আগেই জিমনেশিয়াম মাঠ মুক্তিযোদ্ধা, রাজনীতিক, সরকারি কর্মকর্তা, স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে। মাঠে জায়গা না পেয়ে সড়কে অবস্থান নেয় অনেকে।

যশোর: ক্ষণগণনা উপলক্ষে যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সঙ্গে একটি প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। সময় যবিপ্রবির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক . মো. আনিছুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল মজিদ, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক . মো. ইকবাল কবীর জাহিদ, সাধারণ সম্পাদক . মো. আমজাদ হোসেন, স্বাস্থ্য বিজ্ঞান অনুষদের ডিন . মো. জাফিরুল ইসলাম, রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব প্রমুখ উপস্থিত ছিলেন।

বাগেরহাট: জেলা প্রশাসক মো. মামুনুর রশীদের সভাপতিত্বে ক্ষণগণনা শুরু অনুষ্ঠানে বাগেরহাটের পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মীর শওকত আলী বাদশা, অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামরুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগ বাগেরহাটের উপপরিচালক দেব প্রসাদ পাল, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ আফজাল, সহকারী পুলিশ সুপার মিজানুর রহমানসহ সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বরিশাল: গতকাল সকাল ১০টায় নগরীর আওয়ামী লীগের দলীয় কার্যালয় চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে আয়োজনের শুরু হয়। এতে অংশ নেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস প্রমুখ।

লক্ষ্মীপুর: গতকাল সকালে লক্ষ্মীপুর জেলা কালেক্টরেট প্রাঙ্গণে বেলুন পায়রা উড়িয়ে ক্ষণগণনা কার্যক্রম উদ্বোধন করা হয়। সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল, পুলিশ সুপার . এএইচএম কামরুজ্জামান, জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, পৌরসভার মেয়র আবু তাহের প্রমুখ।

নওগাঁ: মুজিব বর্ষ উপলক্ষে নওগাঁয় মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ৮টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা শহরের মোটর শোভাযাত্রা শুরু হয়। প্রধান অতিথি হিসেবে শোভাযাত্রার নেতৃত্ব দেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। সময় জেলা প্রশাসক হারুন অর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক কামরুজ্জামান, পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়াসহ সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতারাসহ বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিলেন।

কুড়িগ্রাম: কুড়িগ্রামে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। সময় বক্তব্য দেন সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু, আওয়ামী লীগ নেতা শেখ বাবুল, ওবাইদুর রহমান, সাইদ হাসান লোবান, আবুল কালাম আজাদ প্রমুখ।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন