অস্ট্রেলিয়ায় ঝড়ো হাওয়ায় তৈরি হয়েছে ‘মেগাব্লেজ’

বণিক বার্তা ডেস্ক

অস্ট্রেলিয়ায় তীব্র বাতাসের কারণে গতকাল দুটি বিশাল দাবানল মিলে একটিমেগাব্লেজেপরিণত হয়েছে। দেশটিতে নিউইয়র্ক শহরের চেয়ে চার গুণ বড় অঞ্চল মেগাব্লেজের আগুনে পুড়ছে। এদিকে ভয়াবহ দাবানল পরিস্থিতিতে কয়েক হাজার নাগরিক জলবায়ু পরিবর্তন নিয়ে অস্ট্রেলিয়ার পদক্ষেপের দাবিতে সমাবেশ করেছে। খবর এএফপি।

দাবানলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজ্য নিউ সাউথ ওয়েলসের রুরাল ফায়ার সার্ভিসের কমিশনার শেন ফিত্জসিমনস জানান, বেশ কয়েকদিন শান্ত থাকার পর গতকাল সবচেয়ে কঠিন একটি দিন ছিল। তিনি বলেন, উষ্ণ শুষ্ক বায়ু আরো একবার আমাদের সামনে চ্যালেঞ্জ হিসেবে হাজির হয়েছে।

গতকাল অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস প্রতিবেশী ভিক্টোরিয়ার বেশকিছু অঞ্চলের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়ায়। তাপমাত্রা বাড়লে ভিন্ন দুটি দাবানল মিলে একটি দানবীয় দাবানল তৈরি করতে পারে বলে আগে থেকেই আশঙ্কা করা হচ্ছিল। গতকাল তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাসের আগেইদুর্যোগ পরিস্থিতি সময়সীমা ৪৮ ঘণ্টা বাড়ানো হয়।

নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ার গ্লাডিস বেরেজিক্লিয়ান জানান, রাজ্যে ১৩০টির বেশি দাবানল জ্বলছে, যার মধ্যে ৫০টির বেশি নিয়ন্ত্রণের বাইরে রয়েছে।

এদিকে গতকাল সিডনি মেলবোর্নে কয়েক হাজার মানুষ সমবেত হয়ে অস্ট্রেলিয়ার রক্ষণশীল সরকারকে বৈশ্বিক উষ্ণায়ন মোকাবেলা কয়লা রফতানি হ্রাসে পদক্ষেপ গ্রহণের জন্য দাবি জানায়।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন