ব্রাজিলের ভুট্টা রফতানি বেড়েছে ৮৮%

বণিক বার্তা ডেস্ক

২০১৯ সালে রেকর্ড কৃষিপণ্য রফতানি করেছে ব্রাজিল। মূলত ভুট্টা, তুলা কফি রফতানি উল্লেখযোগ্য হারে বাড়ায় দেশটির সামগ্রিক কৃষিপণ্য রফতানি বেড়েছে। খবর সাকসেসফুল ফার্মিং।

ব্রাজিলের অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত বছর সব মিলিয়ে কোটি ৫০ লাখ টন ভুট্টা রফতানি করেছে দেশটি, যা আগের বছরের তুলনায় ৮৮ শতাংশ বেশি।

বৈশ্বিক ভুট্টা উৎপাদন রফতানিতে ব্রাজিলের অবস্থান যথাক্রমে তৃতীয় দ্বিতীয়। ২০১৯ সালে দেশটিতে খাদ্যপণ্যটির রেকর্ড উৎপাদন হয়েছে। গত মৌসুমের দ্বিতীয় পর্যায়ে আবাদকৃত শস্যের বাম্পার ফলন হয়েছে, যা সামগ্রিক উৎপাদন বাড়াতে সাহায্য করেছে। অন্যদিকে পণ্যটির শীর্ষ উৎপাদনকারী রফতানিকারক দেশ যুক্তরাষ্ট্র। প্রতিকূল আবহাওয়ার জেরে বিদায়ী বছরে যুক্তরাষ্ট্রে পণ্যটির উৎপাদন কমেছে, যা ভুট্টা রফতানিতে দেশটিকে বাড়তি সুবিধা দিয়েছে।

ভুট্টার পাশাপাশি বিদায়ী বছরে ব্রাজিল থেকে মোট ১৫ লাখ টন তুলা কোটি ৬০ লাখ ব্যাগ (প্রতি ব্যাগে ৬০ কেজি) কফি রফতানি হয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন