বিএনপি নির্বাচন থেকে বেরিয়ে যাওয়ার পথ খুঁজছে: আমু

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু বলেছেন, ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি ভীত ও তারা নির্বাচনে পরাজিত হবে বুঝতে পেরেই নির্বাচন থেকে বেরিয়ে যাওয়ার অগ্রিম পথ খুঁজছে।

বৃহস্পতিবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে দলের মনোনীত প্রার্থী শেখ ফজলে নূর তাপসের সমর্থনে মহিলা শ্রমিক লীগ আয়োজিত প্রতিনিধি সভায় তিনি এসব কথা বলেন।

আমির হোসেন আমু বলেনসিটি নির্বাচনে বিএনপি এরই মধ্যে তাদের পরাজয় বরণ করে নিয়েছে। তারা বুঝতে পেরেছে, ভোটে তাদের জয়লাভ করার কোনো সম্ভাবনা নেই। তাই তারা প্রতিদিন একেকটা উছিলা দাঁড় করাচ্ছে। কোনো সময় বলে ইভিএমে সঠিক ভোট হবে না। কোনো সময় বলে আওয়ামী লীগ আচরণবিধি লঙ্ঘন করছেআবার কখনো বলে নির্বাচনে কারচুপি হবে। এসব কথাবার্তা বলার মধ্য দিয়ে এটা বোঝা যাচ্ছে তারা ভীত, তারা নির্বাচনে পরাজিত হবে। তারা জানতে ও বুঝতে পেরেই অগ্রিম পথ খুঁজছে বেরিয়ে যাওয়ার।

তিনি বলেন, মানুষের সামনে তাদের সম্মান রক্ষার জন্য এসব কথাবার্তা বলছে। যাতে গতবারের মতো তারা সরে যেতে পারে, সেই পথ খুঁজছে। আমরা তাদের অনুরোধ করবম এসব কথাবার্তা না বলে নির্বাচনে অংশগ্রহণ করতে নেমেছেননির্বাচনে অংশগ্রহণ করুন। সঠিকভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে। গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকবে। এটাই আমার চাই। আপনারা ধৈর্য ধরে নির্বাচনটা করুনদেখুন আপনাদের ফলাফলটা কী আসে। 

সাবেক এ মন্ত্রী বলেনতাপস উন্নত ঢাকা চান, ঢাকার ঐতিহ্য আবার পুনরুদ্ধার করতে চান, ঢাকাবাসীকে নাগরিক সুবিধা প্রদান করতে চান, ঢাকাকে দুর্নীতি, মাদকমুক্ত ঢাকা চান। এসব প্রতিশ্রুতি তার কর্মসূচির মধ্যে রয়েছে। মানুষ যেটা চায়, সেটা তাপসের কণ্ঠে প্রতিধ্বনিত হচ্ছে। মানুষের উচিত তাকে ভোট দিয়ে নির্বাচিত করা।

মহিলা শ্রমিক লীগের নেতাকর্মীদের উদ্দেশে আমির হোসেন আমু বলেননারী জাতিকে সম্মান দিয়েছেন শেখ হাসিনা। আগে বাবার নাম লেখা হতো, এখন বাবার নামের পাশে মায়ের নামও লেখা হয়। শেখ হাসিনার উন্নয়ন ও অর্জনের কথা ঘরে ঘরে গিয়ে মা-বোনদের বোঝাবেনযাতে তারা নৌকা মার্কায় ভোট দেন। তাপসকে বিজয়ী করেন।

মহিলা শ্রমিক লীগের সভাপতি সুরাইয়া আক্তারের সভাপতিত্বে প্রতিনিধি সভায় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, মহিলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রহিমা আক্তার সাথী প্রমুখ।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন