শেয়ার বেচবেন হাক্কানি পাল্পের দুই উদ্যোক্তা

নিজস্ব প্রতিবেদক

হাক্কানি পাল্প অ্যান্ড পেপার মিলস লিমিটেডের দুই উদ্যোক্তা-পরিচালক মো. গোলাম কিবরিয়া ও মো. গোলাম মোস্তফার প্রত্যেকে কোম্পানিটির দেড় লাখ করে শেয়ার বিক্রি করবেন। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) মাধ্যমে ব্লক মার্কেটে ৩০ কার্যদিবসের মধ্যে এ পরিমাণ শেয়ার বিক্রি করবেন তারা। বর্তমানে মো. গোলাম কিবরিয়ার হাতে কোম্পানিটির ১৫ লাখ ৫ হাজার ও মো. গোলাম মোস্তফার হাতে ১৫ লাখ ১৬ হাজার ৬৬৬টি শেয়ার রয়েছে।

২০০১ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হাক্কানি পাল্পের অনুমোদিত মূলধন ৫০ কোটি টাকা ও পরিশোধিত মূলধন ১৯ কোটি টাকা। রিজার্ভে রয়েছে ৩০ কোটি ৪৪ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ার সংখ্যা ১ কোটি ৯০ লাখ। এর মধ্যে ৫৪ দশমিক ৭৩ শতাংশ শেয়ার রয়েছে উদ্যোক্তা-পরিচালকদের হাতে। এছাড়া ১১ দশমিক ১৭ শতাংশ শেয়ার প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও বাকি ৩৪ দশমিক ১০ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন