ঢাকা সিটি করপোরেশন নির্বাচন

প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ

নিজস্ব প্রতিবেদক

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ। শেষ দিন হিসেবে আজ বিকাল ৫টা পর্যন্ত নির্বাচন থেকে আনুষ্ঠানিকভাবে নিজেদের প্রত্যাহার করতে পারবেন প্রার্থীরা। প্রার্থিতা প্রত্যাহারের সময় পার হওয়ার পর চূড়ান্ত প্রার্থী তালিকা তৈরি করবে দুই রিটার্নিং কর্মকর্তার দপ্তর। চূড়ান্ত প্রার্থীদের মধ্যে কাল প্রতীক বরাদ্দ দেয়ার পরই শুরু হবে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার। ইসি সূত্রে এসব তথ্য জানা গেছে।

৩০ জানুয়ারি ঢাকার দুই সিটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন কর্মকর্তারা জানান, এবারের সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থীরা ২০ দিন প্রচারের সুযোগ পাচ্ছেন। আচরণ বিধিমালা মেনে প্রচার চালাতে এরই মধ্যে প্রার্থীদের অনুরোধ জানিয়েছেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। এছাড়া আচরণ বিধিমালা প্রতিপালন দেখভালে মাঠে রয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরাও।

এর আগে গত ৩১ ডিসেম্বর ঢাকার দুই সিটিতে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র দাখিল করেন মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীরা। দুই সিটিতে মেয়র পদে ১৪ জন এবং ১৭২ পদের বিপরীতে সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী রয়েছেন ১ হাজার ২৫ জন। এর মধ্যে ঢাকা উত্তরে মেয়র পদে সাতজন, কাউন্সিলর পদে ৩৭৪ জন ও সংরক্ষিত কাউন্সিলর ৮৯ জনসহ মোট ৪৭০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে দক্ষিণে মেয়র পদে সাতজন, সাধারণ কাউন্সিলর ৪৬০ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১০২ জনসহ মোট ৫৬৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

দুই সিটির দুই রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ২ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তারা নিজ নিজ এলাকার প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই করে একজন মেয়র প্রার্থী ও ৪৫ জন কাউন্সিলর প্রার্থীর প্রার্থিতা বাতিল করেন। এর বিরুদ্ধে আপিল করে ঢাকা উত্তরে সাতজন ও দক্ষিণে ১৯ জন কাউন্সিলর প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। এর বাইরেও উচ্চ আদালতে মামলা করে দু-একজন তাদের প্রার্থিতা ফিরে পাচ্ছেন বলেও জেনেছেন নির্বাচন কর্মকর্তারা। রিটার্নিং কর্মকর্তারা জানিয়েছেন, প্রার্থিতা প্রত্যাহারের পর চূড়ান্ত প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হবে। এর পরই প্রচার শুরু করতে পারবেন প্রার্থীরা।

এখন পর্যন্ত মেয়র পদের প্রার্থীদের মধ্যে রয়েছেন ঢাকা উত্তর সিটিতে আওয়ামী লীগের মো. আতিকুল ইসলাম, বিএনপির তাবিথ আউয়াল, প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) শাহীন খান, ইসলামী আন্দোলন বাংলাদেশের শেখ মো. মাসউদ, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মো. আনিসুর রহমান ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির আহাম্মদ সাজেদুল হক। অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটিতে মেয়র পদে রয়েছেন আওয়ামী লীগের ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, বিএনপির ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, জাতীয় পার্টির হাজী মোহাম্মদ সাইফুদ্দিন মিলন, গণফ্রন্টের আব্দুস সালাম সুজন, ন্যাশনাল পিপলস পার্টির বাহারানে সুলতান বাহার, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আব্দুর রহমান ও বাংলাদেশ কংগ্রেসের আখতারুজ্জামান ওরফে আয়াতুল্লাহ। দুই সিটিতেই দলীয় প্রার্থীর বাইরে মেয়র পদে কোনো স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র জমা দেননি।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন