লভ্যাংশ পাঠিয়েছে প্যারামাউন্ট টেক্সটাইল

নিজস্ব প্রতিবেদক

৩০ জুন সমাপ্ত ২০১৯ হিসাব বছরের জন্য অনুমোদিত ৯ শতাংশ স্টক লভ্যাংশ সংশ্লিষ্ট শেয়ারহোল্ডারদের বিও অ্যাকাউন্টে জমা করেছে প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড। এছাড়া অনুমোদিত ৭ শতাংশ নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে শেয়ারহোল্ডারদের এ তথ্য জানিয়েছে কোম্পানিটি।

সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৫ পয়সা (পুনর্মূল্যায়িত) ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২ টাকা ১৭ পয়সা, আগের হিসাব বছর শেষে যা ছিল ১৯ টাকা ৭৯ পয়সা (পুনর্মূল্যায়িত)

এদিকে, চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) প্যারামাউন্ট টেক্সটাইলের ইপিএস হয়েছে ১ টাকা ৩৪ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৫৯ পয়সা। ৩০ সেপ্টেম্বর এনএভিপিএস দাঁড়িয়েছে ২৩ টাকা ৫১ পয়সা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন